Home> রাজ্য
Advertisement

Addiction of Reels: রিলসের 'মারণ নেশা!' জয় রাইডের উদ্দাম গতিই কাল হল যুবকের, ছিন্নভিন্ন দেহ...

Young boy died while making reels: ৪১ টি বাইক নিয়ে কলকাতা থেকে জয় রাইডে বর্ধমান যাচ্ছিল একদল যুবক। তাদের মধ্যে এক যুবক চলন্ত বাইকে রিল তৈরি করছিল,নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে এবং তার মৃত্যু হয়।

Addiction of Reels: রিলসের 'মারণ নেশা!' জয় রাইডের উদ্দাম গতিই কাল হল যুবকের, ছিন্নভিন্ন দেহ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলন্ত বাইকে রিল বানাতে গিয়ে সজোরে ধাক্কা ডাম্পারে,মৃত্যু কলকাতার এক বাইক রেসারের।

এদিন সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের গুরাপ থানার কংসারি পুর মোড় এলাকায়। মৃতের নাম শেখ মহম্মদ হাসেম (২৫) বাড়ি কলকাতার পশ্চিম পুটিয়ারি এলাকায়।

জানা গেছে প্রতি রবিবারের মত আজও একদল যুবক কলকাতা থেকে প্রায় ৪১ টি অত্যাধুনিক বাইক এবং পরনে রেসিং সুট পরে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের গুরাপ থানার কংসারিপুর মোড় এলাকায় এক যুবক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বর্ধমান গামী ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে।

আরও পড়ুনMemory Shocker: 'কোরান শরীফ ঢাকার জন্য কাপড় চেয়েছিলাম, কেউ দেয়নি...' ধর্মীয় গোঁড়ামিই কি শেষ করে দিল মেধাবী আশিককে?

আরও পড়ুনDilip Ghosh celebrating 1st Jamai Shashti: শহরে গুরুত্বপূর্ণ দলীয় সভা করছেন অমিত শাহ, দিলীপ ঘোষ হাজির জামাইষষ্ঠীতে!

গুরতর আহত হয় শেখ মহম্মদ হাসেম। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধনিয়াখালি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় গুরাপ থানার পুলিশ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই যুবকের পরিচয় জেনে পরিবারকে খবর দেওয়া হয় এবং দেহ চুঁচুড়া সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

পুলিশ জানিয়েছে ৪১ টি বাইক নিয়ে কলকাতা থেকে জয় রাইডে বর্ধমান যাচ্ছিল একদল যুবক। তাদের মধ্যে এক যুবক চলন্ত বাইকে রিল তৈরি করছিল,নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে এবং তার মৃত্যু হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

Read More