Home> রাজ্য
Advertisement

Bankura: সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ঢুকেই দরজা বন্ধ করল যুবক, জড়িয়ে ধরল নার্সকে, এরপর...

ছাতনা থানায় শ্যামল রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নার্স। রাতেই ছাতনা থানার পুলিস অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।

Bankura: সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ঢুকেই দরজা বন্ধ করল যুবক, জড়িয়ে ধরল নার্সকে, এরপর...

মৃত্যুঞ্জয় দাস: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এক নার্সকে শ্লীলতাহানির অভিযোগ। এক যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার ছাতনা থানার পুলিস। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালচুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

এই ঘটনায় অভিযুক্ত শ্যামল রায়কে গ্রেফতার করে, বৃহস্পতিবার আদালতে পেশ করে ছাতনা থানার পুলিস। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে বাঁকুড়ার শালচুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যায় অভিযুক্ত শ্যামল রায়। অভিযোগ, চিকিৎসা কেন্দ্রে ঢুকেই ওই ঘরের দরজা বন্ধ করে দেয় বছর আঠাশের ওই যুবক। এক নার্সকে জড়িয়ে ধরে সে। কোনওক্রমে ওই যুবকের হাত ছাড়িয়ে পালান নার্স। 

পরে ছাতনা থানায় শ্যামল রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নার্স। রাতেই ছাতনা থানার পুলিস অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। অভিযুক্তের পরিবার যুবককে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করে। তার বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছে পরিবার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

Read More