Home> রাজ্য
Advertisement

Bengal Migrant Labour: বাংলা বলে বিরাট বিপদে বজবজের সোমা, 'বাংলাদেশি' তকমায় মুম্বইয়ে...

Bengal Migrant Labour  কাগজপত্র দেখিয়ে লাভ নেই! মুম্বইয়ে বাংলা কথা বলতেই বজবজের সোমাকে আটক করল পুলিস। পুলিসের সন্দেহ, সে নাকি 'বাংলাদেশি' !

Bengal Migrant Labour: বাংলা বলে বিরাট বিপদে বজবজের সোমা, 'বাংলাদেশি' তকমায় মুম্বইয়ে...

অশোক মান্না: বাংলায় কথা বললেই বিপদ। বাংলাদেশী ভেবে এ রাজ্যের পরিযায়ী শ্রমিককে আটক করল পুলিস। কাগজপত্র দেখিয়েও কোনও লাভ হল বনা!এবার মুম্বইয়ে। 

আরও পড়ুন:  Shantiniketan: শ*রীরে চিহ্ন... সোনাঝুরিতে মিলল মহিলার 'বীভ*ৎস' দে*হ! শান্তিনিকেতনে হাড়হিম কাণ্ড! ব্যাপক আতঙ্ক...

স্থানীয় সূত্রে খবর.  দক্ষিণ ২৪ পরগনার বজবজের উত্তর রায়পুরের বাসিন্দা জাহির জামাদার। তিনি বটেই, পূর্ব পুরুষদের জন্ম কলকাতায়। বজবজেই আদি বাড়ি। বছর তিনেক আগে দুই ছেলে ও বউমা নিয়ে মুম্বইয়ে কাজে গিয়েছিলেন জাহির। দিন কয়েক আগে অবশ্য় ছেলে-বউমাদের নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি। 

এদিকে জাহিরের স্ত্রী সোমা এখন মুম্বইয়ে। নিজের বোনের বাড়িতে রয়েছেন তিনি। পরিবারে লোকেদের দাবি, গতকাল গতকাল বুধবার রাতে মুম্বইয়ে বাস টার্মিনাসে কাছে দাঁড়িয়ে বাংলায় কথা বলছিলেন সোমা। তাঁকে নাকি বাংলাদেশে সন্দেহে আটক করেছে পুলিস! এরপর দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। কুড়ি ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সোমা ছাড়া পাননি বলে অভিযোগ। কাগজপত্র দেখানোর পরেও  মুম্বইয়ের ভাসি চেক পোস্টে তাঁকে আটকে রাখা হয়েছে। 

এদিকে হরিয়ানা পানিপথে বাংলাদেশে সন্দেহে পুলিসি হেনস্থার শিকার হতে হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের  সাব্বির আলমকে। অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে তাঁকে আটক করে হাত বেঁধে বেধড়ক মারধর করে পুলিস, মুখে গরম জল ঢালে এবং তাঁর দু’টি পা ভেঙে দেয়।

আরও পড়ুন:  Ginger and Garlic Cultivation: পড়াশোনার পাশাপাশি চাষ! চাহিদা মেটাতে স্কুলেই এবার ফলানো হবে আদা-রসুন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More