চিত্তরঞ্জন দাস: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের বিপত্তি। নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক! উত্কণ্ঠায় পরিবারের লোকেরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে।
স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ ওই শ্রমিকের নাম শ্রীমন্ত পাল। দুর্গাপুরের ফরিদপুর ছাতিমতলা এলাকার বাসিন্দা তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন জুলাই মাসে রাজস্থানের কোটারি এলাকায় রান্নার কাজ করতে যান শ্রীমন্ত। তাঁকে ভিনরাজ্যে নিয়ে গিয়েছিল কাশিং সিং নামে এক ব্য়ক্তি। দুর্গাপুরের তামলা এলাকা বাড়িতে তাঁর।
মেয়ে স্বস্তিকা রুইদাসের দাবি,"২৩ তারিখে শেষ ফোন করে বাবা। বাড়ি ফিরে যাচ্ছি বলে। তারপর থেকে বাবার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা চরম চিন্তায় রয়েছি'। দুর্গাপুরের ফরিদপুরে ফাঁড়িতে ঘটনাটি জানিয়েছে তাঁরা। বাড়িতে এসে খোঁজ খবর নিয়ে দিয়েছে পুলিস।
এদিকে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের উদ্যোগে খোঁজ মিলল বিষ্ণুপুরের হারিয়ে যাওয়া পরিযায়ী শ্রমিক বাবাই সর্দার। রবিবার দুপুরে পরিবারকে ফোন করে তিনি জানিয়েছেন, নাগপুরের তাঁকে বাংলাদেশি সন্দেহে আটকে রেখেছে। পরিবারের তরফে বেশ কিছু নথি পাঠানো হয়। পরে সন্ধ্যায় ফোন করে জানায় গোটা বিষয়টি নিয়ে হৈচৈ হতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বাবাইয়ের খোঁজে মুম্বই গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। ডায়মন্ড হারবার পুলিসের একটি দল রবিবারই মুম্বই পৌঁছয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)