Home> রাজ্য
Advertisement

Gopiballavpur: সরলতার সুযোগ নিয়ে লাগাতার 'ধর্ষণ', ৫ প্রতিবেশীর 'কুকীর্তি'তে অন্তঃসত্ত্বা নাবালিকা

অভিযুক্তদের নাম লিডো সিং, রাধা সিং, সুরেশ বারিক এবং খোকন সিং। কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে ওই নাবালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তখন ধরা পড়ে, মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা।

Gopiballavpur: সরলতার সুযোগ নিয়ে লাগাতার 'ধর্ষণ', ৫ প্রতিবেশীর 'কুকীর্তি'তে অন্তঃসত্ত্বা নাবালিকা

সৌরভ চৌধুরী: এক নাবালিকার সরলতার সুযোগ নিয়ে, তাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। সেই অভিযোগে চার যুবককে গ্রেফতার করল পুলিস। রবিবার চারজনকে আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানার পাঁচকাহানিয়া গ্রামে। 

অভিযুক্তদের নাম লিডো সিং, রাধা সিং, সুরেশ বারিক এবং খোকন সিং। পুলিশ সূত্রে খবর, পাঁচকাহানিয়া গ্রামের বাসিন্দা ওই বছর পনেরোর নাবালিকা। অভিযোগ, সরলতার সুযোগ নিয়ে গত কয়েক মাস ধরে গ্রামের পাঁচ জন তাকে ধর্ষণ করে। কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে ওই নাবালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তখন ধরা পড়ে, মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা।

এরপরই গোটা বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে। গোপীবল্লভপুর থানায় ওই গ্রামের পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। অভিযোগের ভিত্তিতে, পুলিস চার জনকে গ্রেফতার করে। বিচারক চারজনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More