Home> রাজ্য
Advertisement

Siliguri Incident: হবু শ্বশুরের 'কীর্তি', নাবালিকাকে ঘরে একা পেয়ে....ছিঃ

Siliguri Incident: অভিযুক্তকে রীতিমতো গণধোলাই দিয়ে পুলিসের হাতে তুলে দিলেন স্থানীয়রা। তাঁদের মতে,  'যদি কোনও লোক এই কাজ করে থাকে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা'।

Siliguri Incident: হবু শ্বশুরের 'কীর্তি', নাবালিকাকে ঘরে একা পেয়ে....ছিঃ

নারায়ণ সিংহরায়: শিলিগুড়িতে নাবালিকাকে 'ধর্ষণ'। কাঠগড়ায় এবার হবু শ্বশুর! অভিযুক্তকে রীতিমতো গণধোলাই দিয়ে পুলিসের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। তুমুল চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতার পরিবারে কেউ নেই। গত ১ বছর ধরে শিলিগুড়িতে বউবাজার এলাকায় অভিযুক্ত গোপাল মণ্ডলের বাড়িতেই থাকত সে। নিজের ছেলের সঙ্গে ওই নাবালিকার বিয়েও  ঠিক করে ফেলেছিলেন গোপাল। এবছরই বিয়ে হওয়ার কথা ছিল। তারমধ্যেই ঘটে গেল নারকীয় কাণ্ড।

অভিযোগ, সেদিন বাড়িতে আর কেউ ছিল না। গত ৩ এপ্রিল হবু পুত্রবধুকে দু'বার ধর্ষণ করেন গোপাল। হুমকি দেন, কাউকে কিছু বললে ফল খুব খারাপ হয়ে হবে! ভয়ে প্রথমে চুপই ছিল নির্যাতিতা। এরপর আজ, বুধবার কোনওরকমে বাড়িতে বাইরে বেরোয় সে এবং স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি জানায়। অভিযুক্ত পাকড়াও করে গণধোলাই দেওয়া হয়। শেষে খবর দেওয়া হয় শিলিগুড়ি ভক্তিনগর থানায়। 

অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।  রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ অঞ্জন দত্ত বলেন, 'আমি তো চাই কঠোরতম শাস্তি হোক। নিজের ছেলে তাঁর বউ হবে মানে নিজের মেয়ের মতো। যদি কোনও লোক এই কাজ করে থাকে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা'।

আরও পড়ুন:  Canning Incident: পায়রা নিয়ে বচসার জেরে ধুন্ধুমার! ইঁট দিয়ে গৃহবধূর মুখ থেঁতলে দিল প্রতিবেশী...

আরও পড়ুন:  Jalpaiguri: বন্ধুর সঙ্গে বেরিয়ে অনেক রাত পর্যন্তও ফিরল না তরতাজা ছেলে, সকালে এল মর্মান্তিক খবর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More