মনোজ মণ্ডল: খেলতে খেলতেই খুন নাবালক! পুকুর থেকে উদ্ধার হল দেহ। মৃতের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিস। সে-ও নাবালক। হাড়হিমকাণ্ড উত্তর ২৪ পরগনার বাগদায়।
আরও পড়ুন: Basirhat Incident: ছিঃ! রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে.. পাকড়াও বাবুসোনা..
পুলিস সূত্রে খবর, মৃতের নাম ছোট মোস্তাকিন। বয়স মাত্র ১০ বছর। বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের কুঁইলিয়া গ্রামের বাসিন্দা ছিল সে। বুধবার সকালে পাড়ার তিন বন্ধুর সঙ্গে খেলতে বেরিয়েছিল মোস্তাকিন। তারাও সকলেই নাবালক। গ্রামেরই একটি পুকুরের পাড়ে খেলছিল চারজন। এভাবেই কেটে যায় বেশ খানিকটা সময়। কিন্তু ছেলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান মোস্তাকিনের পরিবারের লোকেরা। শুরু হয় খোঁজাখুঁজি। বেশ কয়েক ঘণ্টার পর গ্রামেরই একটি পুকুরে ভেসে ওঠে মোস্তাকিনের দেহ! খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
এদিকে এই ঘটনার খুনের অভিযোগ করেছে মৃতের পরিবারের লোকেরা। সেই অভিযোগে ভিত্তিতেই বড় মোস্তাকিন নামে বছর বারোর এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, খেলার সময়ে মৃতের সঙ্গে অভিযুক্তের কোনও কারণে বিবাদ বাঁধে। সেকারণেই বছর দশেক মোস্তাকিনকে ছেলেটিকে মারধর করে পুকুরে ফেলে দেয় বছর বারোর মোস্তাকিন। তারেজেরেই মৃত্যু। ধৃত ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
আরও পড়ুন: Monsoon Update: রবিবারই কেরালায় ঢুকছে বর্ষা! সপ্তাহ শেষে বাংলা জুড়ে ঝড়-বৃষ্টি, জারি সতর্কতা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)