Home> রাজ্য
Advertisement

Nadia: পরিকল্পনামাফিক খুন? শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু সদ্যবিবাহিত যুবকের

অষ্টমঙ্গলার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি। পুলিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Nadia: পরিকল্পনামাফিক খুন? শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু সদ্যবিবাহিত যুবকের

অনুপ কুমার দাস: সদ্য় বিয়ে করেছিলেন। অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে এসে কীভাবে মৃত্যু যুবকের? খুনের অভিযোগ করেছেন পরিবারের লোকেরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়।

জানা গিয়েছে, মৃতের নাম জাকাত আলি মণ্ডল। বাড়ি, নবদ্বীপের বামনপাড়ায়। পেশায় তিনি ছিলেন ইলেকট্রিশিয়ান। বিয়ের পর রীতিমাফিক নববিবাহিতা স্ত্রীকে নাকাশিপাড়ার শালিগ্রামে শ্বশুরবাড়িতে এসেছিলেন জাকাত।  

আরও পড়ুন: Howrah Child Death: মর্মান্তিক! সাঁতার শিখতে গিয়ে মৃত্যু ৯ বছরের শিশুর

কীভাবে মৃত্যু? শ্বশুরবাড়ির লোকদের দাবি, এদিন সকালে ঘরে জামাইকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর ওই যুবকের বাড়ি ও থানায় খবর দেওয়া হয়। পুলিস যখন হাসপাতালে নিয়ে যায়, তখন জাকাততে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন: Camel Death: জাতীয় সড়কের কাছে উটের দেহ! শোরগোল বর্ধমানে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More