Home> রাজ্য
Advertisement

Student Death: চলন্ত গাড়ির ছাদ থেকে পড়ে ভয়াবহ মৃত্যু স্কুলছাত্রের! আটক চালক-সহ গাড়ি...

Student Death: ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গরুবাথান থানার পুলিস। চালক-সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

Student Death: চলন্ত গাড়ির ছাদ থেকে পড়ে ভয়াবহ মৃত্যু  স্কুলছাত্রের! আটক চালক-সহ গাড়ি...

অরূপ বসাক: চলন্ত যাত্রীবাহী গাড়ির ছাদ থেকে পড়ে স্কুল ফেরত একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘটল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকে ভুট্টাবাড়ি এলাকায়।

আরও পড়ুন: Fire From Fuchka Making: ফুচকা ভাজতে গিয়ে গ্যাস লিক করে আগুন বাড়িতে! ঘরে তখন ক্যানসার-আক্রান্ত স্ত্রী...

মৃত ছাত্রের নাম বিশাল তামাং। তার বাড়ি নাগরাকাটা এলাকায়। সে গরুবাথান যুদ্ধবীর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। জানা গিয়েছে, সোমবার স্কুল ছুটির পরে ওই ছাত্রটি বাড়ি ফেরার জন্য গাড়ি ধরছিল। একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি সে পায়, কিন্তু সেটি ভিড়ে ঠাসা থাকায় সে গাড়ির ভিতরে ঢুকতে পারে না। ভিতরে জায়গা না পেয়ে তখন ম্যাজিক গাড়ির ছাদে বসে বাড়ির উদ্দেশে রওনা দেয় সে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কিন্তু তখন আর কে জানত, সেটাই তার স্কুল থেকে শেষবারের মতো বাড়ি ফেরার জন্য গাড়ি ধরা! ভুট্টাবাড়ি এলাকায় আচমকা গাড়ির ছাদ থেকে ছিটকে নীচে পড়ে যায় সে। গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Deadliest Tropical Cyclone: ভয়াবহ! বঙ্গোপসাগরের বুকে জন্ম-নেওয়া ঝড়ে তছনছ বাংলাদেশ, পশ্চিমবঙ্গও! লক্ষ লক্ষ মৃত্যু...

ওদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গরুবাথান থানার পুলিস। চালক-সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্স এলাকায় বিভিন্ন রাস্তায় যাত্রীবাহী বাসের সংখ্যা কম থাকায় এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষ যাতায়াত করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More