Home> রাজ্য
Advertisement

Swimming Teacher | Kolkata Crime: চিতপুরে রক্তের দাগ! এগারোর মেয়ে একা ঘরে, মায়ের নাম করে এল সাঁতারের টিচার আর...

  চিত্পুরের কাসিপুর রোডে হাড়হিম ঘটনা। ১১ বছরের মেয়েকে লুঠের পর খুনের চেষ্টা।  

Swimming Teacher | Kolkata Crime: চিতপুরে রক্তের দাগ! এগারোর মেয়ে একা ঘরে, মায়ের নাম করে এল সাঁতারের টিচার আর...

fallbacksরণয় তিওয়ারি:  চিত্পুরের কাশিfallbacksপুর রোডে হাড়হিম ঘটনা। ১১ বছরের মেয়েকে লুঠের পর খুনের চেষ্টা।  

বর্তমানে ছাত্র শিক্ষকের সম্পর্ক কোন তলানিতে এসে ঠেকেছে যে, শিক্ষক তার ছাত্রীকে খুন করতেও পিছপা হন না। এই শিক্ষক তাঁর সাঁতার প্রশিক্ষক। তাই তাকে দেখে তিনি বাড়ির দরজা খুলে দিয়েছিলেন।আর বিশ্বাস করাই কাল হল।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সেই শিক্ষক সামান্য গয়নার লোভে প্রথমে লুঠ করেন তারপরই ছোট্ট মেয়েটিকে গামছা দিয়ে গলা পেচিঁয়ে খুনের চেষ্টা করে। তাতে সক্ষম না হলে তারপর ছুরি দিয়ে গলা কেটে খুন করার চেষ্টা করে। দুপুর ৩:১৫ তে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। সাঁতার শিক্ষকের নাম সন্দীপ শ। ছাত্রীর বাড়ি থেকে গয়না লুঠ এবং পরে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার মামলায় পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।

fallbacksfallbacksfallbacksfallbacksfallbacks

 

ছবিতে অভিযুক্ত শিক্ষক

আরও পড়ুন: যেন 'চাকরি করা ঝি'! ডাক্তার বর চায় টাকা আর... অত্যাচারে নিজেকে শেষ করলেন শিক্ষিকা...

চিত্পুরের কাসিপুর রোডে হাড়হিম ঘটনা। ১১ বছরের মেয়েকে লুঠের পর খুনের চেষ্টা।  

বর্তমানে ছাত্র শিক্ষকের সম্পর্ক কোন তলানিতে এসে ঠেকেছে যে, শিক্ষক তার ছাত্রীকে খুন করতেও পিছপা হন না। এই শিক্ষক তাঁর সাঁতার প্রশিক্ষক। তাই তাকে দেখে তিনি বাড়ির দরজা খুলে দিয়েছিলেন।

আরও পড়ুন: অতুল-মানবের ছায়া ক্রমশ চওড়া! 'বউ আমাকে মেরে ফেলবে...', নিপীড়নের আতঙ্কে চরম পদক্ষেপ চলচ্চিত্রকর্মীর...

আর বিশ্বাস করাই কাল হল। সেই শিক্ষক সামান্য গয়নার লোভে প্রথমে লুঠ করেন তারপরই ছোট্ট মেয়েটিকে গামছা দিয়ে গলা পেচিঁয়ে খুনের চেষ্টা করে। তাতে সক্ষম না হলে তারপর ছুরি দিয়ে গলা কেটে খুন করার চেষ্টা করে। দুপুর ৩:১৫ তে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। সাঁতার শিক্ষকের নাম সন্দীপ শ। ছাত্রীর বাড়ি থেকে গয়না লুঠ এবং পরে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার মামলায় পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More