Home> রাজ্য
Advertisement

Cooch Behar: গুলিবিদ্ধ তৃণমূল নেতা, গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে! তুলকালাম কাণ্ড...

Cooch Behar: কোচবিহার ২ নম্বর ব্লকের  ঝিনাইদহ এলাকায় তৃণমূল নেতা রাজু দে-কে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের! গুলি লেগেছে ডান কাঁধে। 

Cooch Behar: গুলিবিদ্ধ তৃণমূল নেতা, গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে! তুলকালাম কাণ্ড...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোচবিহারে শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল নেতা। গ্রেফতার খোদ বিজেপি বিধায়কের ছেলে। তৃণমূল কর্মীদের অবরোধ, বিক্ষোভে তুলকালাম কাণ্ড।

আরও পড়ুন:  CPIM: ছাব্বিশের আগেই পরিবর্তন! সবাই দল বদলে সিপিএমে, তৃণমূলের পার্টি অফিসে উড়ল লাল পতাকা...

স্থানীয় সুত্রে খবর, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম রাজু দে। কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতি কর্মাধাক্ষ তিনি। আবার  চকচকা অঞ্চলের দলের প্রাক্তন  সভাপতিও। ঘড়িতে তখন ১১টা। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন রাজু। অভিযোগ, ঝিনাইদহ এলাকায় কালো রঙের গাড়ি করে এসে তাঁকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে ডান কাঁধে। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।

এদিকে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্য়ে আসে। কোচবিহারের উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ে ছোট ছেলে দীপঙ্কর ও উত্তম গুপ্ত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিস। গুলিবিদ্ধ তৃণমূল নেতার অভিযোগ, 'আমাদের উত্তরের বিধায়ক যিনি রয়েছেন, তিনি কোনও কাজ করেননি।সাধারণ মানুষ অবরোধ করে। গ্রামে আটকে দেয়। আমরাও যাই। তখনই হামলা করা হয়। তাঁর ছেলে গ্রেফতার হয়েছে'। বলেন, 'তিনি (বিধায়ক) হাতে কলম ধরবেন, মানুষের কাজ করবেন। যেভাবে বন্দুকের রাজনীতি করছেন, কোচবিহারের লোক মেনে নেবেন না'।

আরও পড়ুন:  Nandigram Cooperative Election: রাস্তায় দেদার বিলোচ্ছে লাড্ডু, উড়ছে গেরুয়া আবির! নন্দীগ্রামে খাতাই খুলতে পারল না তৃণমূল...

পাল্টা তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। তাঁর পাল্টা দাবি, কয়েকদিন আগেও রাজারহাটে আমাদের কয়েকজন কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আজকেও ফাঁসানোর চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। কয়েকদিন আগে এই রাজু নার্সিংহোমে ভাঙচুর করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে গন্ডগোল লেগেই থাকে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More