Home> রাজ্য
Advertisement

Hooghly: মহাভক্ত মহাদেবের, শ্রাবণেই ত্রিবেণী থেকে কৈলাস পৌঁছে রাজীবের শেষ বিদায়...

Hooghly: খুব কষ্ট করে সংসার চালাতেন। অথচ একটাই শখ বিভিন্ন শৈব তীর্থে ঘোরা। এই শ্রাবণে কৈলাসেই গিয়েই শেষ হল যাত্রা। প্রচণ্ড বৃষ্টিপাত ও ঠান্ডা বরফের কারণে অসুস্থ হয়ে প্রাণ হারালেন হুগলির যুবক।

Hooghly: মহাভক্ত মহাদেবের, শ্রাবণেই ত্রিবেণী থেকে কৈলাস পৌঁছে রাজীবের শেষ বিদায়...

বিধান সরকার: শিবই ছিল আরাধ্য দেবতা, বিভিন্ন শৈব তীর্থে ঘুরতে যাওয়া পছন্দ ছিল, কৈলাসে গিয়ে মৃত্যু হল ত্রিবেণীর যুবকের।

শ্রাবণ মাসে কিন্নর কৈলাসে গিয়েছিলেন মহাদেব দর্শনে। সেখানে গিয়ে মৃত্যু হল বাঙালি যুবকের। ত্রিবেণী বেনীমাধব তলার বাসিন্দা রাজীব কুণ্ডু(৩৮)। গত ১ আগস্ট হিমাচল প্রদেশে রওনা দিয়েছিলেন হুগলির ৫ পর্যটক। উদ্দেশ্য ছিল কৈলাসের গিয়ে শিব দর্শন। দুর্গম পাহাড়ে তাদের মধ্যে তিনজন সেইমতো পৌঁছে যান। গত মঙ্গলবার দুর্গম রাস্তা দিয়ে ফেরার পথে মৃত্যু হয় রাজীবের। স্থানীয় সূত্রে খবর, হিমাচলের পাহাড়ে প্রচণ্ড বৃষ্টিপাত ও ঠান্ডা বরফের কারণে অসুস্থ হয়ে পড়েন রাজীব।

আরও পড়ুন:Famous Actor Death: বিনোদন জগতে শোকের ছায়া! মাত্র ৩৪-এই থামল জীবন, প্রয়াত জনপ্রিয় অভিনেতা... 

অক্সিজেনের অভাব দেখা দেয়। সেই সময়ই তাঁকে বেস ক্যাম্পে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার তাঁর ময়নাতদন্তের ব্যবস্থা করবে প্রশাসন। উত্তর কাশিতে যেভাবে ধস নেমেছে সেই আবহাওয়ার প্রভাব পড়েছে কিন্নর কৈলাসে। যার কারণেই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। যদিও বাঙালি পর্যটকের পরিবারের তরফে দাবি, সরকারি তরফে মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করছে না ওখানকার প্রশাসন। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন রাজীবের দেহ ফিরিয়ে আনার জন্য।

আরও পড়ুন:Bengaluru: 'আমি চলে যাচ্ছি, এবার তোমরা শান্তিতে থেকো...' মাকে বিদায় জানিয়ে জীবনে দাঁড়ি টানল চোদ্দোর কিশোর!

রাজীবের জামাইবাবু জানান, 'তাঁর পরিবারের অবস্থা খুব একটা ভালো নয় কোনওরকমে টোটো চালিয়ে সংসার চালায় রাজীব। বাড়িতে মা ও ভাই রয়েছে। তাঁর শখ বলতে বিভিন্ন শিবের তীর্থস্থান ঘুরে বেড়ানো। শ্রাবণ মাসের আগেই অমরনাথ ঘুরে এসেছে আর এই শ্রাবণে মাস উপলক্ষে ওখানে গিয়েছিল। ফেরার পথে ঠান্ডা আর শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। বর্তমানে আমাদের পরিবার খুবই অসহায় অবস্থায় রয়েছে। তাই হিমাচল প্রশাসন ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের রাজীবের মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করে।'

Read More