Home> রাজ্য
Advertisement

Video: বিয়ের বাজার করতে গিয়ে কেপমারদের খপ্পরে তরুণী! তারপর...

ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে জলপাইগুড়িতে।

Video: বিয়ের বাজার করতে গিয়ে কেপমারদের খপ্পরে তরুণী! তারপর...

নিজস্ব প্রতিবেদন: বিয়ের বাজার করতে গিয়ে কেপমারদের খপ্পরে! অভিযুক্তদের হাতেনাতে ধরলেন দুই যুবতী। স্রেফ বেধড়ক মারই নয়, রাস্তায় রীতিমতো নাকখ্ত দিতে হল দুষ্কৃতীদের। ঘটনাস্থল জলপাইগুড়ি।

ঘটনাটি ঠিক কী? জলপাইগুড়ি শহরের ডাঙাপাড়া এলাকার বাসিন্দা আবেয়া খাতুন। আগামিকাল, রবিবার তাঁর বিয়ে। এদিন প্রসাধনী সামগ্রী কিনতে গিয়েছিলেন আবেয়া। কোথায়? জলপাইগুড়ি শহরেরই মার্চেন্ট রোড, সমাজপাড়া এলাকায়। সঙ্গে ছিলেন বান্ধবী টুকি দাসও। কিন্তু দোকান থেকে কেনাকাটার পর যখন টাকা দিতে যান, তখনই ঘটে বিপত্তি।

 

কেন? আবেয়া খাতুনের দাবি, ব্যাগের চেন খোলা ছিল। ভিতরে টাকার ব্যাগও গায়েব! তখন পাশেই দাঁড়িয়েছিলেন ৩ মহিলা। স্রেফ সন্দেহের বশে তাঁদের ব্যাগে তল্লাশি করেন আবেয়া। একজনের ব্যাগ থেকে টাকা পাওয়া যায়। এরপর চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হন আশেপাশে লোকজন। শুরু হয় বেধড়ক মারধর। এমনকী, ওই ৩ মহিলাকে রাস্তায় নাকখ্তও দিতে হয়।

আরও পড়ুন: ফের STF-র জালে KLO জঙ্গি, আতঙ্ক শিলিগুড়িতে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More