ওয়েব ডেস্ক: বাড়ির পাশে রমরমিয়ে চলত গাঁজার ঠেক। আর সেই গাঁজার ঠেকেরই প্রতিবাদ করেছিলেন প্রৌঢ়। প্রতিবাদ করার পর গতকাল রাতে তাঁর ওপর অ্যাসিড হামলা হল। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার রাধানগর সিনেমা হলের কাছে।
গুরুতর আহত ওই প্রৌঢ় ব্যক্তিকে আসানসোল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এলাকায় প্রৌঢ়ের বাড়ির পাশেই বহুদিন ধরে গাঁজার ঠেক চলত। সমস্যা হওয়ায় তার প্রতিবাদ করেন তিনি। অভিযোগ উঠেছে যে, গতকাল রাতে বাড়ির বাইরে ঘুমিয়েছিলেন ওই প্রৌঢ়। সে সময়ই তাঁর ওপর অ্যাসিড হামলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।