Home> রাজ্য
Advertisement

Pakistani Detained: বয়স ৬০, শরীরে বাসা বেঁধেছে বহু অসুখ, ৪৫ বছর পর চন্দননগরে গ্রেফতার পাক নাগরিক

Pakistani Detained: ফতেমার স্বামী জানান,তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার। তার আধার প্যান কার্ড সব আছে। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে

Pakistani Detained: বয়স ৬০, শরীরে বাসা বেঁধেছে বহু অসুখ, ৪৫ বছর পর চন্দননগরে গ্রেফতার পাক নাগরিক

বিধান সরকার: পহেলগাঁও জঙ্গি হামলার পর পকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার মধ্যে রয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল। ওই নির্দেশিকার গেরোর পড়ে ভারত ছাড়ছেন বহু পাকিস্তানি নাগরিক। বহুদিন ধরে ভারতে বাস করছেন, এখানে বিয়ে করেছেন সন্তান সন্ততি রয়েছে কিন্তু নাগরিকত্ব নেই। সেরকমই অনেককেই ধরে পাকিস্তানে পাঠানো হচ্ছে। তেমনই এক মহিলাকে ধর পুলিস।

গত ৪৫ বছর ধরে হুগলির চন্দননগর কুঠিরমাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি। তার স্বামী, সন্তান রয়েছে। তাকেই এবার গ্রেফতার করল পুলিস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৮০ সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার। তাদের দুই মেয়ে। মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে।

পুলিসের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার এক বছর পর থেকেই। কাশ্মীরের পহেলগামে  পর্যটকদের উপর জঙ্গী হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলেছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন তাদের খোঁজ শুরু হয়েছে নতুন করে।

আরও পড়ুন-অবিশ্বাস্য সাফল্য! মাধ্যমিকে ৯৩ শতাংশ! পরীক্ষার দিন বাড়িতে শ্রাদ্ধ, বাবা সারাদিন খোলা আকাশের নীচে বসে-বসে...

চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের পিছনে মুজফফর মল্লিকের দোতলা বাড়ি। সেই বাড়ি থেকে শনিবার ফতেমা বিবিকে গ্রেফতার করে পুলিস। এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসাবে গ্রেফতার করায় তার প্রতিবেশীরা অবাক। আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা। তার পাকিস্তানে কেউ নেই। যারা আছে সবাই ভারতে।

আরও পড়ুন-৮০০-র মধ্যে ৭৮০! টোটোচালকের মেয়েই হাই মাদ্রাসায় রাজ্যে যুগ্মভাবে প্রথম! আনন্দে আত্মহারা...

ফতেমার স্বামী ও মেয়েরা জানান, হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের। সেখানেই তার জন্ম। পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফতেমার বাবা। সেখান থেকেই ৮০ সালে ভারতে আসেন। ষাট বছর বয়স হয়ে গেছে ফতেমার। নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে। ডাক্তার দেখানো হয়েছে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। তাকে যেন ছেড়ে দেওয়া হয়।

ফতেমার স্বামী জানান,তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার। তার আধার প্যান কার্ড সব আছে। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এতদিনেও তা হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More