Home> রাজ্য
Advertisement

South 24 Parganas: মা-কে খু*নের পর দে*হ বিছানায় রেখে আ*গু*ন! 'গুণধর' ছেলেকে...

Maheshtala: মা-কে খুনের পর দেহ বিছানায় রেখে আগুন! মহেশতলার চণ্ডীতলায় নৃশংস ঘটনা। মহিলার আশি শতাংশ দেহ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সাংসারিক অশান্তির জেরে খুন বলে অনুমান। অভিযুক্তকে আটক করেছে পুলিস।

South 24 Parganas: মা-কে খু*নের পর দে*হ বিছানায় রেখে আ*গু*ন! 'গুণধর' ছেলেকে...

অশোক মান্না: নিজের মাকে মেরে বিছানার উপরে রেখে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। এলাকার মানুষজনের বক্তব্য যে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থানার অন্তর্গত চণ্ডীতলা পূর্ব পাড়ায় সারেঙ্গাবাদের ৩৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। 

আরও পড়ুন:Local Train Cancel: দুর্যোগ কাটতেই আরও এক ভোগান্তি! উইকেন্ডে বাতিল একগুচ্ছ ট্রেন, জেনে নিন...

জানা গিয়েছে যে নিজের মাকে মেরে বিছানার উপরে রেখে আগুন ধরিয়ে দেয় ছেলে।  এলাকার মানুষজন ঘরের মধ্যে থেকে ধোঁয়া বের হতে দেখে মহেশতলায় থানায় ও দমকলকে খবর দেয়। দমকল বাহিনী ও পুলিস যৌথ উদ্যোগে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে যে বিছানার উপর আগুন ধরিয়ে দিয়েছে তাতে আছে একটি মহিলা ৮০ শতাংশ অগ্নিদগ্ধ।  তাকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হসপিটালে পাঠালে চিকিংসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত মহিলার নাম বিজলী ঘোষ, বয়স আনুমানিক ৮০ বছর। 

এলাকার মানুষজনের বক্তব্য যে মা ও ছেলেই থাকতেন, ছেলের নাম সঞ্জয় ঘোষ বয়স আনুমানিক ৫০ বছর। ছেলেটি বিকৃত মস্তিষ্ক অর্থাত্‍ মানসিক ভারসাম্যহীন। এক দুই সপ্তাহ আগে মা ও ছেলের প্রচণ্ড ঝগড়াঝাটি হয়। মহেশতলা থানার পুলিসও এসেছিল। ছেলেটি চিত্‍কার চেঁচামেচি-সহ গালিগালাজ করায় এলাকার মানুষ জন অতিষ্ঠ হয়ে উঠত। ধোঁয়া বের হতে দেখে তারা মহেশতলা থানা সহ দমকলকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে উদ্ধার করে ও মানষিক ভারসাম্যহীন ছেলেটিকে আটক করে।

আরও পড়ুন:Bengal Weather Update: সরছে নিম্নচাপ! ভারী বৃষ্টিতে এখন ভাসবে না বাংলা, তবে মঙ্গল থেকে ফের...

প্রসঙ্গত, কিছুদিন আগে ঋণের বোঝা বহন করতে না পেরে মা ও পোষ্য কুকুরদের বিষ খাইয়ে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে ছেলে। ঘটনায় মৃত্যু হয় মা ও বাড়ির পোষা কুকুরের। আসানসোল দক্ষিণ থানার রাসডাঙ্গা এলাকার ঘটনা।

প্রাথমিক তদন্তে পুলিস এটিকে আত্মহত্যার প্রচেষ্টার ঘটনা বলে মনে করছে। জানা গিয়েছে, যুথিকা দাস ও অরবিন্দ দাসের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং তাদের উপর ঋণের বোঝা ছিল। তারা তাদের বাড়িটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখেছিলেন। আত্মহত্যার প্রচেষ্টার আগে পুষান তার এক বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি সুইসাইড নোট পাঠিয়েছিলেন, যেখানে তিনি তিন-চারজনের নাম উল্লেখ করেছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More