Home> রাজ্য
Advertisement

গণধর্ষণের পর বাইক থেকে পেট্রোল বের করে পোড়ানো হয়েছিল দঃ দিনাজপুরের কিশোরীকে

রাতভর তল্লাশির পর পঞ্চগ্রামের বাসিন্দা মাহবুর মিয়া, তপনের যামিনী পাড়ার বাসিন্দা পঙ্কজ বর্মন এবং তপনের রামপুরা এলাকার বাসিন্দা গৌতম বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিস। 

গণধর্ষণের পর বাইক থেকে পেট্রোল বের করে পোড়ানো হয়েছিল দঃ দিনাজপুরের কিশোরীকে

নিজস্ব প্রতিবেদন: কুমারগঞ্জ থেকে গতকাল উদ্ধার হওয়া কিশোরীকে গণধর্ষণ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। রাতভর তল্লাশির পর পঞ্চগ্রামের বাসিন্দা মাহবুর মিয়া, তপনের যামিনী পাড়ার বাসিন্দা পঙ্কজ বর্মন এবং তপনের রামপুরা এলাকার বাসিন্দা গৌতম বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিস। 

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, মাহবুর মিয়ার সাথে এই কিশোরীর সম্পর্ক ছিল।  রবিবার মাহবুর ডেকে নেয় তাকে। মাহবুরের সঙ্গে ছিল তার দুই বন্ধু পঙ্কজ ও গৌতমও। রবিবার সন্ধে ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত তার উপর অত্যাচার চালায় তিনজনে। লাগাতার গনধর্ষণে কিশোরী অচৈতন্য  হয়ে গেলে তাকে খুন করে তারা। তারপর মোটরবাইক থেকে পেট্রোল বার করে সেই তেল দিয়ে পোড়ানো হয় কিশোরীকে।

আরও পড়ুন: ভাটপাড়ায় আজ ফের আস্থা ভোট, কড়া নিরাপত্তার নির্দেশ আদালতের

Read More