Home> রাজ্য
Advertisement

Jitendra Tiwari: জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে তুমুল বিক্ষোভ, গো-ব্যাক স্লোগান! জামুড়িয়ায় ধুন্ধুমার..

Jitendra Tiwari: রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা।

 Jitendra Tiwari: জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে তুমুল বিক্ষোভ, গো-ব্যাক স্লোগান! জামুড়িয়ায় ধুন্ধুমার..

বাসুদেব চট্টোপাধ্যায়: অজয় নদ অবৈজ্ঞানিকভাবে বালি তোলা হচ্ছে? সরেজমিনে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। উঠল 'গো-ব্যাক' স্লোগানও।  ধুন্ধুমার কাণ্ড জামুড়িয়ায়। 

আরও পড়ুন:  Krishnendu Narayan Choudhury | Malda: কৃষ্ণেন্দুকে হুমকি ফোন 'ডি কোম্পানির'! আতঙ্কে মালদার চেয়ারম্যান...

ঘটনাটি ঠিক কী? আজ, শুক্রবার সকালে জামুড়িয়ায়  দরবারডাঙা ঘাটের পরিদর্শনে যান জিতেন্দ্র। সঙ্গে বিজেপির পতাকা হাতে ছিলেন তাঁর অনুগামীরা। কিন্তু প্রাক্তন মেয়র বালিঘাটে পৌঁছতেই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। তাঁকে উদ্দেশ্য করে গো-ব্য়াক স্লোগান দেন বালি কারবারীরা। পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। শেষপর্যন্ত পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

আরও পড়ুন: Jalpaiguri: অ্যালকোহলের সঙ্গে মেশানো হচ্ছে কীটনাশক! পুলিসি অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য...

এদিকে বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন জিতেন্দ্র। বালিঘাট থেকে নন্দী এলাকায় বিজেপি কার্যালয়ে চলে যান তিনি। কারা বিক্ষোভ দেখাল? বিজেপি নেতার দাবি, বিরোধী কয়েজন ব্য়ক্তিকে ভুল বুঝিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন।  অভিযোগ, অজয় নদীতে যেভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলা হচ্ছে, তাতে জল প্রকল্পের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে এলাকায় পানীয় জলের সমস্যা আরও তীব্র হবে। কারও বিরুদ্ধে অবশ্য কোনও অ্ভিযোগ করেননি জিতেন্দ্র। তিনি জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে আন্দোলনে নামবে বিজেপি। তাঁর কথায়, 'দেখতে গেলেও এত আপত্তি! তবে কি কিছু লুকনোর চেষ্টা চলছে? পিছনে নিশ্চয় অন্য কেউ আছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More