প্রদ্যুত দাস: কর্তব্যের গাফিলতি রোগীর মৃত্যুর অভিযোগ। রোগীর মৃত্যুতে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী।
মন্দিরা বোস ময়নাগুড়ি নতুন বাজার বাসিন্দা ডায়ারিয়া এবং জ্বর নিয়ে ভর্তি হয় হাসপাতালে। শনিবার সকাল ন'টা নাগাদ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে রোগীর আত্মীয় পরিজনের বক্তব্য। কিন্তু রেফার না করে কি করে ছুটি দিয়ে দিল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আত্মীয় পরিজনের। রাতে অবস্থার অবনতি ঘটলে আজ সকালে মৃত্যু হয় বলে রোগীর বলে পরিবারের অভিযোগ। কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় পরিজনেরা। যে কোনও অপ্রীতিকর ঘটনায় রাতে হাসপাতাল চত্বরে বিশাল পুলিস বাহিনী। যদিও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি। ঘটনায় লিখিত অভিযোগ জানানো হবে বলে রোগীর আত্মীয় পরিজনেরা জানান।
আরও পড়ুন:Actress Car Accident: মর্মান্তিক! অভিনেত্রীর বেপরোয়া গাড়ি পিষে দিল শ্রমিককে, গুরুতর আহত আরও...
ঘটনা প্রসঙ্গে ময়নাগুড়ি হাসপাতালের বিএমওএইচ ডাক্তার শীতেশ বার বলেন, হাসপাতালের পরিকাঠামোর খামতির কথা স্বীকার করে নিয়ে বলেন, 'ঘটনায় তদন্তকারী দল বসানো হচ্ছে। কোনও ধরনের গাফিলতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আগামী দিনে যেন এ ধরনের কোনও ঘটনা না হয় সেই পদক্ষেপ আমরা নেব।' তবে অন্যদিকে রোগীর আত্মীয় পরিজনের তরফে রবিবার সকাল ৮.৪৫ মিনিট পর্যন্ত লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ করা হবে বলে জানা যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)