Home> রাজ্য
Advertisement

কেউ বঞ্চিত হবেন না, আমফান ত্রাণে ত্রুটির কথা স্বীকার করেও ক্ষতিগ্রস্তদের আশ্বাস মমতার

মমতা বলেন, 'আমফান ত্রাণের টাকা খুব তাড়াতাড়ি পাঠিয়েছিলাম। তাই কোথাও কোথাও ভুলভ্রান্তি হয়েছে। সেটা আমরা শুধরে নিচ্ছি

কেউ বঞ্চিত হবেন না, আমফান ত্রাণে ত্রুটির কথা স্বীকার করেও ক্ষতিগ্রস্তদের আশ্বাস মমতার

নিজস্ব প্রতিবেদন: আমফানে ক্ষতিপূরণের টাকা বন্টনের দুর্নীতি হয়েছে বলে সরব বিজেপি। রাজ্যের বহু জায়গায় শাসকদলের নেতারা ক্ষতিপূরণের টাকায় নিজেদের পকেট ভরেছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এরকম এক অবস্থায় বল বিজেপির কোটে বল ঠেলে দেওয়ার মতে ভুল করতে রাজী নন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-আমফানের ত্রাণ বন্টনে দুর্নীতি, তদন্ত কমিটি গড়ে পথে নামলেন শুভেন্দু অধিকারী 

সোমবার নবান্নে আমফান ত্রাণে ত্রুটি বিচ্যুতির কথা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন, ত্রাণের টাকা থেকে কেউ বঞ্চিত হবেন না। এদিন মমতা বলেন, 'আমফান ত্রাণের টাকা খুব তাড়াতাড়ি পাঠিয়েছিলাম। তাই কোথাও কোথাও ভুলভ্রান্তি হয়েছে। সেটা আমরা শুধরে নিচ্ছি। কেউ বঞ্চিত হবেন না। আমাদের ওপরে এটুকু আস্থা রাখুন।' যারা বঞ্চিত হয়েছেন তাঁদের দিকটা খেয়াল রাখতে মুখ্যসচিব রাজীব সিনহা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিকে, আমফানে ক্ষতিপূরণের টাকা বন্টন নিয়ে বিজেপিকে পাল্টা দিতে সরব হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কয়েকদিন আগেই তিনি উত্তর ২৪ পরগনা জেলায় একাধিক গ্রাম পঞ্চায়েতে বিজেপি নেতা কর্মীদের আমফানে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির কথা তুলে ধরেন। বিজেপি নেতাদের নাম উল্লেখ করে একটি তালিকা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেন।

আরও পড়ুন-Amazon, Google-এ চিনা পণ্য বিক্রি বন্ধ করতে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের!

অন্যদিকে, আমফানের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দলের নেতাদের দুর্নীতি বরবাস্ত করা হবে না বলেও দলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই নন্দীগ্রামে এনিয়ে একটি তদন্ত কমিটি গড়ে তৃণমূল নেতারা ঘরঘর ঘুরছেন কারা ত্রাণ পাননি তার হিসেব কষতে। পাশাপাশি কতটা দুর্নীতি হয়েছে তার হিসেবও করছেন। 

Read More