Home> রাজ্য
Advertisement

আমফানের তাণ্ডব: এখনও বিদ্যুৎ নেই-জল নেই চাঁপদানিতে, বিক্ষোভ অসহায় বাসিন্দাদের

জলের অভাবে গতকাল শুক্রবারই অনেকে গঙ্গায় স্নান করতে যান। তাতেও বিপত্তি বেঁধেছে। গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে ২ যুবক।

আমফানের তাণ্ডব: এখনও বিদ্যুৎ নেই-জল নেই চাঁপদানিতে, বিক্ষোভ অসহায় বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদন : একটা ঘূর্ণিঝড়। তছনছ করে দিয়ে গিয়েছে সবকিছু। লন্ডভন্ড চারদিক। থমকে গিয়েছে জীবন। বুধবার ঘূ্র্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার ৪ দিন হতে চলল, এখনও স্তব্ধ রাজ্যের বহু এলাকা। বিচ্ছিন্ন যোগাযোগ। বিপর্যস্ত বিদ্যুৎ, জল, টেলি পরিষেবা। যার ব্যতিক্রম নয় হুগলির ভদ্রেশ্বরের চাঁপদানি পুরসভা এলাকার ছবিটাও।

বুধ থেকে বৃহস্পতি, শুক্র পেরিয়ে আজ শনিবার। কিন্তু এখনও চাঁপদানি পুরসভায় এলাকা বিদ্যুৎ সংযোগ নেই। আজ ৪ দিন হতে চলল বিদ্যুৎহীন বিভিন্ন এলাকা। বিদ্যুৎ নেই, তাই জলও নেই। জলও আসেনি। এলাকায় জলকষ্ট চরম আকার ধারণ করেছে। জলের অভাবে গতকাল শুক্রবারই অনেকে গঙ্গায় স্নান করতে যান। তাতেও বিপত্তি বেঁধেছে। গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে ২ যুবক। আর তারপরই চাঁপদানি পুরসভা এলাকায় দ্রুত পরিষেবা স্বাভাবকি করার দাবিতে বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। 

এলাকার ২ যুবকের মৃত্যুর পর আজ সকাল ৮টা থেকে চাঁপদানি সরকারি আবাসনের সামনে জিটি রোড অবরোধ করে রাস্তায় বসেছেন বাসিন্দারা। রাস্তায় গাছের ডাল ফেলে রেখে চলছে বিক্ষোভ। ঝড়ের পর থেকেই আবাসনে বিদ্যুৎ নেই। জল নেই। চূড়ান্ত দুর্ভোগের মধ্যে মানুষ। শিশু থেকে বয়স্ক, বিক্ষোভে সামিল হয়েছে সবাই। ঘর থেকে বেরিয়ে অসুস্থ মানুষেরা বাইরে শুয়ে আছেন। রাস্তায় গাছ ফেলে মহিলারা বসে পড়েছেন।

একদিকে করোনা সংক্রমণের ভয়, অন্যদিকে আমফানের তাণ্ডব। নিদারুণ অবস্থার মধ্যে রাজ্যের মানুষ। মুখে মাস্ক পরেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ সামিল হতে দেখা যাচ্ছে জন সাধারণকে।

আরও পড়ুন, বিদ্যুৎহীন বেহালার একাধিক জায়গায় CESC-র গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

Read More