নিজস্ব প্রতিবেদন: গত বছর আমফানে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট থেকে একটি নৌকা জলে ডুবে যায়। তাই এবার আগে থেকেই সাবধান হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নদী উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ও ফেরিঘাটগুলির কর্মীদের সাবধান করতে ইয়াসের আগাম সতর্কতামূলক প্রচার করতে যথেচ্ছ মাইকিংও শুরু করেছে পুলিস।
আরও পড়ুন: Yaas-এর আতঙ্কে ট্রেনও বেঁধে ফেলা হল শিকলে!
ভাগীরথীর উপর বল্লভপাড়া-কাটোয়া ফেরিঘাটে নৌকা, ভেসেল-সহ বার্জগুলিকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। এ ছাড়াও নৌকাগুলিকে অতিরিক্ত দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গত বছরে আমফানের (amphan) স্মৃতি উস্কে দিচ্ছে ইয়াস। আমফানে কাটোয়া ফেরেন ঘাটে থাকা একটি বড় নৌকা হারিয়ে গিয়েছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য এবারের সাবধানতা বেশি।
কাটোয়া শহরের অজয় নদ ও ভাগীরথী নদীর বাঁধের উপরের বাসিন্দাদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। নদী উপকূলবর্তী বাসিন্দাদের ইয়াস (yaas) ঝড়ের হাত থেকে রক্ষা পেতে সাবধানে থাকার আবেদন করছে পুলিস। ঝড়ে বিপর্যয় মোকাবিলার বিশেষ দলও এখানে তৈরি। চব্বিশ ঘণ্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোলরুম।
আরও পড়ুন: Yaas মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে হাওড়া জেলায়, বিশেষ সতর্কতা গ্রামীণ এলাকায়