প্রসেনজিত্ মালাকার: নাতির অত্যাচারে দিদার মৃত্যু! রাতের অন্ধকারে খোলা মাঠে পাওয়া গেল বৃদ্ধা দেহ। অভিযুক্তকে আটক করেছে পুলিস। চাঞ্চল্য বীরভূমের সিউড়িতে।
আরও পড়ুন: Mob lynching: রাতের অন্ধকারে বিছানায় দাদা! বোনের চিৎকারে বাড়ির লোক ছুটে এলেই...
স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধার মানসিকভাবে সুস্থ ছিলেন না। সিউড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের আনন্দপুর এলাকায় নাতির সঙ্গে থাকতেন। কিন্তু দীর্ঘদিন ধরেই দিদার উপর নাতি রীতিমতো অত্যাচার করতেন বলে অভিযোগ। প্রতিবেশীদের দাবি, ওই বৃদ্ধাকে প্রায়ই গালিগালাজ, এমনকী মারধরও করা হত। সোমবার রাতে ঘরেই প্রস্রাব করে ফেলেন ওই বৃদ্ধা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে নাতি।
স্থানীয়রা জানিয়েছেন, রাতেই ওই বৃদ্ধাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে কাছেই একটি মাঠে ফেলে চলে যান নাতি। বৃদ্ধার শরীরে একাধিক জায়গায় আগাত লাগে। এমনকী, চামড়াও নাকি উঠে যায়! খবর দেওয়া হয় সিউড়ি থানায়। ওই বৃদ্ধাকে উদ্ধার করে বাড়িতে ফেরায় পুলিস। এরপর মঙ্গলবার সকালে ওই বৃদ্ধার আর কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)