Home> রাজ্য
Advertisement

Shyamnagar Elderly Woman Murder: ফাঁকা বাড়িতে বৃদ্ধাকে গলা টিপে খুন! দরজা খুলতেই.. ভয়ংকর কাণ্ড..

Shyamnagar Elderly Woman Murder  স্বামী প্রয়াত। একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। শ্যামনগরের পীরতলায় এলাকার বাড়িতে একাই থাকতেন প্রতিমা বেরা। আজ, মঙ্গলবার সকালে বাড়িতে গিয়ে তাঁর নিথর দেহ দেখতে পান প্রতিবেশীরা।

Shyamnagar Elderly Woman Murder: ফাঁকা বাড়িতে বৃদ্ধাকে গলা টিপে খুন! দরজা খুলতেই.. ভয়ংকর কাণ্ড..

বরুণ সেনগুপ্ত: বাড়িতে আর কেউ থাকে না। সেই সুযোগেই বৃদ্ধাকে খুন! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল পুলিস। ঘর থেকে উদ্ধার হল দেহ। এবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে।

আরও পড়ুন:  Kaliganj by election Violence: আধখাওয়া ভাতের থালা পড়ে রইল, আদরের তামান্না ফিরল লাশ হয়ে!কাঁদছে কালীগঞ্জ...

স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধার প্রতিমা বেরা। স্বামী প্রয়াত। একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। শ্যামনগরের পীরতলায় এলাকার বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। আজ, মঙ্গলবার সকালে বেশ কয়েকবার মা-কে ফোন করেছিলেন প্রতিমার মেয়ে। কিন্তু ফোন ধরেননি তিনি। এরপর পাশের বাড়িতে ফোন করে বিষয়টি জানান ওই বৃদ্ধা মেয়ে। প্রতিবেশীরা গিয়ে দেখেন, ঘরের মেঝে পড়ে রয়েছে নিথর দেহ। 

প্রতিবেশীদের দাবি,  শ্যামনগর পীরতলায় এলাকাতেই থাকেন বিপ্লব সরকার নামে এক ব্য়ক্তি। আজ, মঙ্গলবার সকালে বাড়িতে এসে লুকিয়ে ছিল সে। এরপর প্রতিমার উপর চড়াও হয়। ধস্তাধস্তির পর ওই বৃদ্ধাকে গলা টিপে খুন করে বিপ্লবই। ঘটনার রীতিমতো ক্ষিপ্ত স্থানীয় মানুষরা। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। 

এদিকে সপ্তাহ খানেক আগে কলকাতায় শার্পেন্টাইন লেনে একটি বাড়ি দরজা ভেঙে এক বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিস। নাম, নমিতা পাল। দুই ছেলের মৃত্যুর পর বাড়িতে একাঅ থাকতেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি তালাবন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়।  প্রাথমিক তদন্তে অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে।

আরও পড়ুন:  Teesta heavy Rain: রাতভর ভারী বৃষ্টিতে ফুঁসছে মহানন্দা থেকে তিস্তা, জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More