Home> রাজ্য
Advertisement

Anubrata Mandal: গরু-বাছুরকেও ভোটে জিতিয়েছি, রাজনীতি কারও বাপের নয়: অনুব্রত (কেষ্ট) মণ্ডল

Anubrata Mandal:  ফের স্বমেজাজে কেষ্ট। তাঁর সাফ কথা, 'আমার উদ্দেশ্য ছিল সিপিএমকে তাড়ানো, আর আমি সেটা করেছি'। নিশানা কি কাজল শেখ? জল্পনা তুঙ্গে।      

Anubrata Mandal: গরু-বাছুরকেও ভোটে জিতিয়েছি, রাজনীতি কারও বাপের নয়: অনুব্রত (কেষ্ট) মণ্ডল

প্রসেনজিত্‍ মালাকার: নিশানায় কি কাজল শেখ? 'রাজনীতি কারও বাপের নয়। অনেক রাখাল-বাগাল আছে'। ফের বিস্ফোরক অনুব্রত মণ্ডল। বললেন, 'আমার উদ্দেশ্য ছিল সিপিএমকে তাড়ানো, আর আমি সেটা করেছি'।

আরও পড়ুন:  BSF Jawan Purnam Shaw: খালি গায়ে তারকেশ্বরে মন্দিরে! দেখেই পুরোহিত বললেন, পূর্ণম নাকি! তারপর...

মাধ্য়মিক, উচ্চমাধ্যমিক। সঙ্গে মাদ্রাসায়। বীরভূমের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিল তৃণমূলের শিক্ষাসেল। বোলপুরের গীতাঞ্জলী প্রেক্ষাগৃহে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু, কৃষি বিপণন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আর অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেন, 'আমি গাই-বাছুর দিয়ে ভোট করিয়েছি। কে কী বলল, তাতে আমার কিছু যায়-আসে না। অনেক রাখাল-বাগাল আছে। রাজনীতি কাউরোর বাপের নয়, যে কেউ রাজনীতি করতে পারে। আমার উদ্দেশ্য ছিল সিপিএমকে তাড়ানো, আর আমি সেটা করেছি'।

বীরভূম জেলার রাজনীতিতে অনুব্রত ও  কাজল শেখের সম্পর্ক 'সুবিদিত'। একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা ভোটে সিউড়ি, রামপুরহাটে ভোটের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল। একই ফল হয়েছিল অনুব্রতের খাসতালুক বোলপুরেও। এই  পরিস্থিতিতে তিন মহকুমা শহরে মিছিল করার সিদ্ধান্ত নেন অনুব্রত।  পরে অবশ্য কোর কমিটি তরফে জানানো  হয়েছে, মিছিলের সিদ্ধান্ত দলগত।

এদিকে এই মিছিলকে ঘিরে ফের অনুব্রত-কাজল দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। একে অপরকে কটাক্ষ করতে ছাড়ছেন না দুইপক্ষই। রাজনৈতিক মহলের ধারণা, নাম না করে কাজলকেই কটাক্ষ করেছেন অনুব্রত। এর আগেও পরোক্ষে  কাজলকে নিশানা করেছিলেন তিনি।

আরও পড়ুন:  Mermaid Girl: ঠিক যেন মত্‍স্যকন্যা! বিরলদর্শন শিশুকে ঘিরে হইচই কাটোয়ায়, শেষে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More