Home> রাজ্য
Advertisement

Anubrata Mandal: অডিয়োকাণ্ডের পর এবার কি অনুব্রতর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে জেলা প্রশাসন!

nubrata Mandal: জেলায় অধিকাংশ অনুষ্ঠানেই অনুব্রত মণ্ডলকে মুখ্য অতিথি হিসাবে নিমন্ত্রণ করা হয়ে থাকত। এমনকি জেলমুক্তির পরও তাঁকে একাধিক সরকারি কর্মসূচিতে মুখ্য অতিথি হিসাবে নিমন্ত্রণ জানান হয়েছে  

Anubrata Mandal: অডিয়োকাণ্ডের পর এবার কি অনুব্রতর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে জেলা প্রশাসন!

প্রসেনজিত্ মালাকার: এবার কি জেলা প্রশাসন দূরত্ব বাড়াচ্ছে অনুব্রত মণ্ডলের কাছ থেকে? হুল দিবসের নিমন্ত্রণ পত্রে এসআরডিএ এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নাম না থাকা নিয়ে সেই জল্পনা শুরু হয়েছে জেলাজুড়ে। জেলা নেতা কাজল শেখের সঙ্গে অনুব্রতর দ্বন্দ্ব বহু পুরনো বিষয়। তার পর সম্প্রতি এক আইসিকে অকথ্যা ভাষায় গালিগালাজ করা অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। অন্তত প্রকাশ্যে তাঁকে সমর্থন করেনি দল। বরং তাঁকে কলকাতায় ডেকে সতর্কও করা হয়েছে। তার পর কি এবার তাঁর সঙ্গে দুরত্ব বাড়াচ্ছে দল?

 বীরভূম জেলায় অধিকাংশ অনুষ্ঠানেই অনুব্রত মণ্ডলকে মুখ্য অতিথি হিসাবে নিমন্ত্রণ করা হয়ে থাকত। এমনকি জেলমুক্তির পরও তাঁকে একাধিক সরকারি কর্মসূচিতে মুখ্য অতিথি হিসাবে নিমন্ত্রণ জানান হয়েছে। যেমন, ১৩ জানুয়ারি জয়দেব মেলায় অনুব্রত মণ্ডলকে মুখ্য অতিথি হিসাবে নিমন্ত্রণ জানান হয়েছিল। কিন্তু অডিও কাণ্ডের পর এবার সম্পূর্ণ উল্টো চিত্র উঠে এল হুল দিবসের নিমন্ত্রণে। কারণ হুল দিবসের নিমন্ত্রণ পত্রে জেলার একাধিক পদাধিকারীর নাম থাকলেও নাম নেই অনুব্রত মণ্ডলের। তাতেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি অডিও কাণ্ডের জেরে অনুব্রত থেকে দূরত্ব বাড়াচ্ছে জেলা প্রশাসন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই নিয়ে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, উনি আসবেন না তাই তাঁর নাম নেই।

আরও পড়ুন-জগন্নাথ মাসির বাড়ি যেতে না পারায় গেল-গেল রব পুরীতে! কে এই জগন্নাথের মাসি? কেন তাঁর কাছে যান প্রভু?

আরও পড়ুন-বাংলাদেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত! কী কী পণ্য? পকেটে কতটা টান পড়বে ভারতীয়দের?

এদিকে, অনুব্রত মণ্ডলের অডিয়োকাণ্ডে বীরভূমের এসপিকে দিল্লিতে তলব করল জাতীয় মহিলা কমিশন। পুলিস সুপারকে হাজিরা দিতে হবে ১ জুলাইয়ের মধ্যে। অনুব্রতর বিরুদ্ধে হওয়া মামলার তদন্তে অনীহার অভিযোগে তলব করা হয়েছে মহিলা কমিশনে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More