Home> রাজ্য
Advertisement

Anubrata Mandal: 'লজ্জিত' অনুব্রত! বললেন, 'আর হবে না'...

Anubrata Mandal: বিধানসভা ও লোকসভা ভোটে  সিউড়ি, রামপুরহাট. এমনকী বোলপুরেও পিছিয়ে তৃণমূল। 'লজ্জা লাগে', বললেন অনুব্রত।

Anubrata Mandal: 'লজ্জিত' অনুব্রত! বললেন, 'আর হবে না'...

প্রসেনজিত্‍ মালাকার: 'তিন মহকুমা শহরে হেরে গিয়েছে'। বীরভূমে তৃণমূলের ভোটের ফলে এবার আক্ষেপের সুর অনুব্রত মণ্ডলের গলায়। বললেন, লজ্জা লাগে। আশা করি আর হবে না'।

আরও পড়ুন:  Viral Firstfood: ঢপের চপ থেকে বাতেলা ফুলুরি, ভাইরাল তেলেভাজা খেতে লম্বা লাইন! দোকানের ঠিকানা...

ঘটনাটি ঠিক কী? একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা ভোটে সিউড়ি, রামপুরহাটে ভোটের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল। একই ফল হয়েছিল অনুব্রতের খাসতালুক বোলপুরেও। তাতেই 'লজ্জিত' অনূব্রত। চলতি মাসের ২৫,২৬ ও ২৭ তারিখ তিন মহকুমা শহরেই মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

সেই মিছিলের প্রস্তুতিতে আজ, বৃহস্পতিবার সিউড়ি মহকুমা এলাকায় তৃণমূল নেতাদের নিয়ে রবীন্দ্রভবনে বৈঠক করলেন অনুব্রত।   সিউড়িতে মিছিল হবে ২৭ মে। তবে ভোটের খারাপ ফলের জন্যই এই মিছিল কিনা, তা অবশ্য় স্পষ্ট করেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর সোজাসাপ্টা জবাব, 'সেনাবাহিনী এত ভালো কাজ করল। তার জন্যও এই মিছিল হতে পারে'।

আরও পড়ুন:  Kshirgram Jogadya Temple: ক্ষীরগ্রামে মায়ের মূর্তি সারাবছরই ক্ষীরদিঘির জলের তলায়! এই বৈশাখ সংক্রান্তিতে ভোরবেলায় তিনি ধীরে ধীরে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More