প্রসেনজিত্ মালাকার: 'তিন মহকুমা শহরে হেরে গিয়েছে'। বীরভূমে তৃণমূলের ভোটের ফলে এবার আক্ষেপের সুর অনুব্রত মণ্ডলের গলায়। বললেন, লজ্জা লাগে। আশা করি আর হবে না'।
আরও পড়ুন: Viral Firstfood: ঢপের চপ থেকে বাতেলা ফুলুরি, ভাইরাল তেলেভাজা খেতে লম্বা লাইন! দোকানের ঠিকানা...
ঘটনাটি ঠিক কী? একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা ভোটে সিউড়ি, রামপুরহাটে ভোটের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল। একই ফল হয়েছিল অনুব্রতের খাসতালুক বোলপুরেও। তাতেই 'লজ্জিত' অনূব্রত। চলতি মাসের ২৫,২৬ ও ২৭ তারিখ তিন মহকুমা শহরেই মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সেই মিছিলের প্রস্তুতিতে আজ, বৃহস্পতিবার সিউড়ি মহকুমা এলাকায় তৃণমূল নেতাদের নিয়ে রবীন্দ্রভবনে বৈঠক করলেন অনুব্রত। সিউড়িতে মিছিল হবে ২৭ মে। তবে ভোটের খারাপ ফলের জন্যই এই মিছিল কিনা, তা অবশ্য় স্পষ্ট করেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর সোজাসাপ্টা জবাব, 'সেনাবাহিনী এত ভালো কাজ করল। তার জন্যও এই মিছিল হতে পারে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)