Home> রাজ্য
Advertisement

Anubrata Mandal: 'আমি দল করি বলে খুন করার অধিকার আমার নেই'!

Anubrata Mandal: ফেব্রুয়ারি মাসের ঘটনা। বীরভূমের খয়রাশোলে পিটিয়ে খুন করা হয় এক তৃণমূলকর্মীকে। সেই ঘটনার দলেরই এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। এবার মুখ খুললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

Anubrata Mandal: 'আমি দল করি বলে খুন করার অধিকার আমার নেই'!

প্রসেনজিত্‍ মালাকার: বীরভূমে খয়রাশোলে 'গোষ্ঠীদ্বন্দ্ব'। তৃণমূলকর্মীকে খুনে গ্রেফতার তৃণমূলেরই কর্মী! 'আমি দল করি বলে খুন করার অধিকার আমার নেই',  বললেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, 'পুলিস আছে। পুলিস ব্যবস্থা নেবে'। 

আরও পড়ুন:  Balurghat Teacher's death: কুলতলির পর এবার বালুরঘাট! আত্মঘাতী শিক্ষকের তালিকায় জুড়ল আরেকটি নাম,উদ্ধার দেহ...

প্রায় ২ মাস পার। গত ফ্রেরুয়ারিতে খয়রাশোলের কাঁকরতলায় খুন হন এক তৃণমূলকর্মী। নাম, নিয়ামুল হক। সেদিন স্থানীয় বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে ফিরছিলেন তিনি। মাঝ পথে নিয়ামতকে আটকান বেশ কয়েক জন। এরপর বাইক থেকে নামিয়ে রীতিমতো রড, লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকী, পাথর দিয়ে থেঁতলে দেওয়া শরীরের বিভিন্ন অংশ। পরে নিয়ামুলকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তৃণমূল কর্মীকে। ওই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। 

এদিন সেই খয়রাশোলেই তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন করলেন অনুব্রত। তিনি বলেন, প্রথম মানুষ হওয়া দরকার। হিন্দু মুসলমান না করে। উজ্জ্বল কাদিরির রক্তটা ও আমার রক্তটা যদি কোন ডাক্তার বলে দেবে আলাদা? যদি বলে দেয় এটা হিন্দু রক্ত এটা মুসলমানের রক্ত আমি দল করব না। খয়রাশোলের মানুষ খুব ভালো। খয়রাশোলের মানুষ একটু বোকা তাই তাদের উস্কানো হয়। আর খুন করলে পুলিশ কাউকে ছাড়বে না। আমি হই, আর উজ্জ্বল কাদিরিই হোক, আর কেদারই হোক আর যেই হোক'।

আরও পড়ুন:  Bengal Weather: নিম্নচাপ-অক্ষরেখার জোড়া ফলা! আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব জেলাতেই বজ্রপাত-সহ বৃষ্টি, সঙ্গে ঝড়!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More