Home> রাজ্য
Advertisement

Anubrata Vs Kajal: বাঘ বনাম সিংহ! কেষ্ট-কাজলের ‘আর্টিফিশিয়াল’ লড়াই জমজমাট সোশ্যাল মিডিয়ায়

Anubrata Vs Kajal: পাল্টা জবাব এসেছে কাজল শেখের পক্ষ থেকেও। অনুগামীরা পোস্ট করেছেন আরেকটি এআই ভিডিও

Anubrata Vs Kajal: বাঘ বনাম সিংহ! কেষ্ট-কাজলের ‘আর্টিফিশিয়াল’ লড়াই জমজমাট সোশ্যাল মিডিয়ায়

প্রসেনজিত্ মালাকার: বীরভূম জেলার রাজনীতিতে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। মাঠে-ময়দানে, ব্লকে-বুথে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বহুবার। আর এবার সেই লড়াই আরও রঙিন রূপে হাজির সোশ্যাল মিডিয়ায়—তাও আবার বাঘ ও সিংহের ‘আর্টিফিশিয়াল’লড়াইয়ের মাধ্যমে।

তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরেই ‘বাঘ’ বলে আখ্যা দিয়ে এসেছেন। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি বিশালাকৃতির বাঘ এসে জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে। ভিডিওটি যে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো, তা বলাই বাহুল্য।

fallbacks

এবার পাল্টা জবাব এসেছে কাজল শেখের পক্ষ থেকেও। অনুগামীরা পোস্ট করেছেন আরেকটি এআই ভিডিও, যেখানে একটি রাজসিংহ এসে জড়িয়ে ধরছে বর্তমান জেলা সভাধিপতিকে।

আরও পড়ুন-'আয়রন ডোম' কি ফাঁপা আওয়াজ! ইজরায়েলের সেনা সদরে আছড়ে পড়ল ইরানি মিসাইল

আরও পড়ুন-ইরানের ইতিহাস বদলে দেওয়া খোমেইনিদের শিকড় উত্তরপ্রদেশে! ভুয়ো ভাববেন না, সত্যি...

সোশ্যাল মিডিয়ায় এই বাঘ বনাম সিংহের প্রতীকী লড়াই বেশ আলোড়ন ফেলেছে। পোস্ট, শেয়ার, কমেন্টে ছড়াচ্ছে দুই শিবিরের কথার লড়াই। তবে অনেকের মতে, পুরনো ও পরীক্ষিত নেতা অনুব্রত মণ্ডলের জনপ্রিয়তা এখনোও ধরাছোঁয়ার বাইরে। তাঁর অনুগামীদের সক্রিয়তা ও সোশ্যাল মিডিয়ার দখল কিছুটা হলেও বেশি—এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

সব মিলিয়ে, রাজনীতির ময়দানে যেমন প্রতিযোগিতা তীব্র, ঠিক তেমনই ডিজিটাল দুনিয়াতেও এখন তৃণমূলের দুই শিবিরের লড়াই বেশ জমজমাট! আগামী দিনে এই প্রতিযোগিতা কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে বীরভূমবাসী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More