Home> রাজ্য
Advertisement

Apple-এর জবাবে নারদ-তদন্তে বড় ধাক্কা খেল সিবিআই

অ্যাপেলের তরফে জানানো হয়েছে, গ্রহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা আমাদের নীতিবিরুদ্ধ। আমরা এই নীতির ব্যতিক্রম ঘটাতে পারব না।

Apple-এর জবাবে নারদ-তদন্তে বড় ধাক্কা খেল সিবিআই

নিজস্ব প্রতিবেদন: নারদকাণ্ডে তদন্তে বড়সড় ধাক্কা খেল সিবিআই। নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের মোবাইল ফোনের পাসওয়ার্ড প্রকাশ্যে আনা সম্ভব নয় বলে জানিয়ে দিল ফোনটির নির্মাতাসংস্থা অ্যাপেল। তদন্তের স্বার্থে বিদেশ মন্ত্রকের মাধ্যমে অ্যাপেলের কাছ থেকে ওই ফোনের পাসওয়ার্ড চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। 

অ্যাপেলের তরফে জানানো হয়েছে, গ্রহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা আমাদের নীতিবিরুদ্ধ। আমরা এই নীতির ব্যতিক্রম ঘটাতে পারব না। তবে গোটা স্টিং অপারেশনটি iPhone 4s-এ শ্যুট করা হয়েছিল বলে নিশ্চিত করেছে Apple. 

ড্রাইভারের সঙ্গে 'ঘনিষ্ঠতা' মালিকের স্ত্রীর! দিঘায় হোটেলের বন্ধ ঘরে ঘটল এঘটনা

অ্যাপেলের এই সিদ্ধান্তের ফলে নারদ নিউজের প্রকাশিত ফুটেজ আসল কি না তা পরীক্ষা করার আর কোনও উপায় রইল না সিবিআইয়ের হাতে। ওই ফুটেজের সত্যতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তৃণমূলের দাবি ছিল, যে যন্ত্র দিয়ে ওই ছবি তোলা হয়েছে তা পরীক্ষা না করে ছবির বৈধতা পরীক্ষা সম্ভব নয়। এর পরই ম্যাথু স্যামুয়েলের ফোনটি বাজেয়াপ্ত করে সিবিআই।  

Read More