Home> রাজ্য
Advertisement

Tantric Horror: সাধনার ছলে নির্জন নদীর পারে ক্লাস সেভেনের মেয়েকে নিয়ে গিয়ে অকথ্য যৌনাচার! আরামাবাগের তান্ত্রিক...

Arambag news: তন্ত্রসাধনার নামে সপ্তম শ্রেণির নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী তান্ত্রিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই তান্ত্রিককে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিস। 

Tantric Horror: সাধনার ছলে নির্জন নদীর পারে ক্লাস সেভেনের মেয়েকে নিয়ে গিয়ে অকথ্য যৌনাচার! আরামাবাগের তান্ত্রিক...

দিব্যেন্দু সরকার: তন্ত্রসাধনার নামে নাবালিকাকে বেহুঁশ করে যৌন নির্যাতনের (Physical Assult) অভিযোগ তান্ত্রিকের (Tantric) বিরুদ্ধে। এমনকী ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেয় অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায়। প্রথমে লোক লজ্জার ভয়ে ওই নাবালিকা মুখ না খুললেও অবশেষে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। জানা গিয়েছে, সপ্তাহ খানেক আগে তন্ত্রসাধনার নাম করে নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় তান্ত্রিক।

আরও পড়ুন, Jagannath Bauri: এ এক অন্য জগন্নাথের কাহিনি! পায়ে লিখেই গড়ছেন আগামী প্রজন্মকে...

তারপর তাকে ওষুধ খাইয়ে বেহুঁশ করে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। নাবালিকার জ্ঞান ফিরতেই দেখে তার শরীরে কোনও পোশাক নেই। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করে। তাতেও হুঁশ ফেরেনি বর্বর তন্ত্রসাধকের। ফের কয়েকদিন আগে নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে ওই তান্ত্রিক। তখনই নাবালিকা ঘটনার প্রতিবাদ করে ও প্রতিবেশীদের ঘটনা জানায়।

এরপরই অভিযুক্তর শাস্তির দাবিতে সরব হন গ্রামের মানুষজন। স্থানীয় বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পরিবার ও এলাকার লোকজনকে নিয়ে এসে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার মহিলাদের মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত প্রফুল্ল। তাকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। গোঘাটের বালি পঞ্চায়েতের দীঘড়া এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে ওই তান্ত্রিক এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিস অভিযুক্ত তান্ত্রিককে হন্যে হয়ে খুঁজে অবশেষে হেফাজতে নেয়। 

আরও পড়ুন, Digha Jagannath Rath Yatra: ২৭ জুন দীঘায় রথযাত্রা, লোকারণ্য, মহাধুমধাম! উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, জেনে নিন চূড়ান্ত প্রস্তুতির খুঁটিনাটি...

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭ 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More