Home> রাজ্য
Advertisement

জয়নগরে গোপন অস্ত্রভান্ডারের পর্দাফাঁস, বমাল ধৃত ২

ধৃতদের কাছ থেকে দুটো একনলা বন্দুক, নব্বই রাউন্ড কার্তুজ, পঞ্চান্ন রাউন্ড কার্তুজের খোল  উদ্ধার করা হয়েছে।

জয়নগরে গোপন অস্ত্রভান্ডারের পর্দাফাঁস, বমাল ধৃত ২

নিজস্ব প্রতিবেদন : ফের গোপন অস্ত্রভান্ডারের হদিস মিলল রাজ্যে। এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের খাকুরদাহে উদ্ধার হল প্রচুর অস্ত্রশস্ত্র। বেআইনি অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে ধরা পড়ল ২ জন।

আরও পড়ুন, লোকসভা নির্বাচনে রাজ্যে বাম-কংগ্রেস জোটের সম্ভাবনা উসকে দিলেন সোমেন মিত্র

জানা গিয়েছে, জয়নগর থানার পুলিস গোপন সূত্রে খবর পায় যে খাকুরদাহ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার সময় কিছু মানুষ অস্ত্র কেনাবেচা করবে। এরপরই যৌথ অভিযানে নামে জয়নগর ও বারুইপুরের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। হাতেনাতে ধরা পড়ে মহম্মদ আব্দুল জলিল মণ্ডল ও আবদুল রোপ লস্কর।

আরও পড়ুন, বাড়ির অদূরে সেচখালের ধারে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ, খুন না দুর্ঘটনা?

ধৃতদের কাছ থেকে দুটো একনলা বন্দুক, নব্বই রাউন্ড কার্তুজ, পঞ্চান্ন রাউন্ড কার্তুজের খোল  উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরসাইকেলও। পাশাপাশি ধৃতদের কাছ থেকে নগদ ৯ হাজারও উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের মোবাইল দুটিও।

আরও পড়ুন, জমি নিয়ে ঝগড়া, অন্তঃসত্ত্বার পেটে লাথি পড়শির

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ধৃতদের জেরা করে এই অস্ত্র কারবারের সঙ্গে আর কারা কারা জড়িত, তাদের সন্ধান পেতে চাইছে পুলিস।

Read More