নিজস্ব প্রতিবেদন: দুষ্কৃতী হামলায় গুরুতর আহত বসিরহাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির-সহ সভাপতি প্রশান্ত ঘোষ। তাঁকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি তিনি। গতরাতে দণ্ডির হাট এলাকা থেকে এক সহকর্মীর সঙ্গে বাইকে বাড়ি ফিরছিলেন প্রশান্ত ঘোষ।
আরও পড়ুন: কেন্দ্রের সঙ্গে একযোগে করোনার টিকা দিতে রাজি রাজ্য, মোদীকে বললেন মমতা
সে সময়ে কয়েকজন যুবক বাইকে করে এসে তার পথ আটকায়। তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোঁড়া হয়। সবকটিই লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর দুষ্কৃতীরা প্রশান্তর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে ওই দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের চিত্কারে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। পুলিস প্রশান্ত ঘোষকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিস। শেয পাওয়া খবর অনুযায়ী, প্রশান্ত ঘোষের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।