Home> রাজ্য
Advertisement

Zee 24 Ghanta Exclusive: বাংলায় বিজেপির থিম সং গাইলেন বাবুল সুপ্রিয়

মৌপিয়া নন্দী

Zee 24 Ghanta Exclusive: বাংলায় বিজেপির থিম সং গাইলেন বাবুল সুপ্রিয়

মৌপিয়া নন্দী : লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। রাজ্যের শাসক দল ইতিমধ্যেই ৪২ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে। এদিকে প্রার্থী তালিকা এখনও প্রকাশ হয়নি বিজেপি-র। তাই প্রচারের ঝড়ও ওঠেনি। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের আগেই বাংলায় প্রচারের সুর বেঁধে দিলেন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। লোকসভা নির্বাচনে বিজেপির থিম সঙের বাংলায় রেকর্ডিং করলেন বাবুল।

বাংলায় এই থিম সংয়ের রেকর্ডিং হল মুম্বইয়ের একটি স্টুডিওতে। গীতিকার অমিত চক্রবর্তী।গানের সুর দিয়েছেন বাবুল সুপ্রিয় নিজেই। পাশাপাশি গানের কথাও লিখেছেন তিনি।

'হামনে তুমকো দিল ইয়ে দে দিয়া' কিংবা 'দিল নে দিল কো পুকারা' -র মতো হিট গানে মাতিয়েছেন বাবুল সুপ্রিয়। এবার বাংলায় বিজেপির থিম সঙ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে। ২৩ মে নির্বাচনের ফল ঘোষণার দিন পর্যন্ত।

আরও পড়ুন -  ভারতের বিমানহানায় পশু - পাখি আর গাছ মরেছে, বায়ুসেনার সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন সূর্য

 

Read More