Home> রাজ্য
Advertisement

North 24 Parganas: শাশুড়িকে 'মা' বানিয়েই বাংলাদেশি জামাই হয়ে গেলেন বাংলার ছেলে! নামও তুলে ফেললেন ভোটার লিস্টে...

Fake Identity Case: বাংলাদেশি হয়ে বাংলায় দীর্ঘবাস। এমনকী বানায় ভুয়ো ভোটার কার্ডও। সেখানেই সামনে আসে আসল কীর্তি। শাশুড়িকে নিজের মা বানিয়ে ভারতের নাগরিক হয়েছে বলে অভিযোগ। 

North 24 Parganas: শাশুড়িকে 'মা' বানিয়েই বাংলাদেশি জামাই হয়ে গেলেন বাংলার ছেলে! নামও তুলে ফেললেন ভোটার লিস্টে...

মনোজ মণ্ডল: শাশুড়িকে 'মা' পরিচয় দিয়ে বাংলাদেশি জামাই হল ভারতের নাগরিক, চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়। ২৬-এর ভোটের আগে মুখ্যমন্ত্রী নির্দেশের পর  ভুয়ো ভোটার ধরতে সরব হয়েছে শাসক দল।  উত্তর ২৪ পরগনা মহকুমা বনগাঁর একাধিক এলাকায় ভোটার তালিকায় মিলেছে ভুতুড়ে ভোটারের সন্ধান।

আরও পড়ুন:Kanthi: 'বাবা, আমি ভুল করিনি...' শেষ চিঠিতে বিদায় জানিয়ে জীবনে দাঁড়ি নবম শ্রেণীর ছাত্রের...

যার মধ্যে অভিযোগে এসেছে বাংলাদেশের নাগরিক হয়ে ভারতে ভোটার তালিকায় নাম। আবারও একই অভিযোগ। এবার বাংলাদেশি জামাই ভারতে বিয়ে করে শাশুড়িকে 'মা' পরিচয় দিয়ে ভারতের নাগরিক হয়েছে। জানা গিয়েছে ওই জামাইয়ের নাম রিজাউল মণ্ডল। শাশুড়ির নাম চেয়ার বানু মণ্ডল। বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি এলাকার বাসিন্দা বিয়ে করে স্ত্রী সন্তানকে নিয়ে থাকত রেজাউল। তার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায়। অভিযোগ শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশি এই যুবক।

সম্প্রতি, রিজাউলের ছেলে ফিরোজ একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। সেই তদন্ত নেমে পুলিস জানতে পারে রিজাউল ও তার ছেলে ফিরোজ বাংলাদেশি। রিজাউলের স্ত্রী বলেন তার স্বামী যে বাংলাদেশি, তা বিয়ের আগে জানত না। ৩০ বছর আগে বিয়ে হয়েছে। ছেলে প্রেম করে একটি মেয়েকে নিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছে। 

এই ঘটনার পর এ বিষয় নিয়ে বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বাগদা ব্লকে এমন কয়েকশ রিজাউল মণ্ডল আছে। এগুলি হল তৃণমূলের ভোটব্যাঙ্ক।

আরও পড়ুন:Ahmedabad Student Suicide: স্কুলকরিডরে আঙুলে চাবি ঘুরিয়ে যাচ্ছিল ক্লাস টেনের ছাত্রী! আচমকাই চারতলার বারান্দা থেকে লাফ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More