Home> রাজ্য
Advertisement

Bangladeshi Woman: বিয়ের ঠিক করে ফেলেছে বাড়িতে, প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে দিনহাটায় বাংলাদেশের তরুণী

ওই তরুণীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তুফানগঞ্জের(Tufanganj) এক তরুণের

Bangladeshi Woman: বিয়ের ঠিক করে ফেলেছে বাড়িতে, প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে দিনহাটায় বাংলাদেশের তরুণী

নিজস্ব প্রতিবেদন: সীমান্তের বেড়া ভেঙে দিয়েছিল সোশ্যাল মিডিয়া। সেখান থেকেই পরিচয়, প্রমের সম্পর্ক। এদিকে অন্য ছেলের সঙ্গে বিয়ের ঠিকঠাক করে ফেলেছে বাড়ির লোকজন। সেই বিয়ে এড়াতেই বাংলাদেশের বগুড়া থেকে দিনহাটায় চলে এলেন বাংলাদেশের তরুণী। একটাই লক্ষ্য প্রমিকের সঙ্গে দেখা করা।

শনিবার বাংলাদেশের ওই তরুণীকে দিনহাটার(Dinhata) সাহেবগঞ্জ সীমান্তে আটক করে বিএসএফের(BSF) ১২৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তারপর তাকে তুলে দেওয়া হয় পুলিসের হাতে। আজ তাকে তোলা হয় দিনহাটা মহকুমা আদালতে।

পুলিস সূত্রে খবর, ওই তরুণীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তুফানগঞ্জের(Tufanganj) এক তরুণের। সেই তরুণের সঙ্গে দেখা করতেই সাহেবগঞ্জ সীমান্তে পেরিয়ে ভারতে ঢুকে পড়ে সে। কিন্তু ধরা পড়ে যায় সীমান্তরক্ষী বাহিনীর হাতে। এরপরই বামনঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তার স্বাস্থ্য পরীক্ষা করে তাকে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেয়।

আরও পড়ুন- স্বামী Kohli-র প্রশংসা করে Sourav-এর BCCI-কে একহাত নিলেন Anushka Sharma

সংবাদমাধ্যমে ওই তরুণী বলেন, আমার বাড়ি বাংলাদেশের(Bangladesh) বগুড়া(Bagura) জেলায়। সোশ্যাল মিডিয়ায় ওর সঙ্গে পরিচয় হয়। তার পর থেকে ফোনে কথা বলতাম। গত ৬ মাস ওর সঙ্গে সম্পর্ক। ওর জন্যই এখানে চলে এসেছি। বাংলাদেশ থেকে বাসে সীমান্তের কাছে এসেছি। তারপর ভারতে ঢুকতেই বিএসএফ ধরেছে। যার সঙ্গে আমার সম্পর্ক তার সঙ্গে বিয়ে না দিয়ে অন্য জায়াগায় আমার বাড়ির লোকজন বিয়ে ঠিক করে ফেলেছিল। তাই বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More