Home> রাজ্য
Advertisement

Barasat: রেলগেটে পথ আগলে দাঁড়িয়ে জোর করে ছাত্রীর গো*পনা*ঙ্গে হাত! কসবাকাণ্ডের আবহেই ভয়ংকর...

Barasat Student Abuse: রবিদুপুরে বারাসাত রেলগেটের কাছে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা যুবকের। ছাত্রীটি পড়ে ফিরছিল। সেই সময় অভিযুক্ত তার পথ আটকে দাঁড়ায় এবং তার গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করে।

Barasat: রেলগেটে পথ আগলে দাঁড়িয়ে জোর করে ছাত্রীর গো*পনা*ঙ্গে হাত! কসবাকাণ্ডের আবহেই ভয়ংকর...

মনোজ মণ্ডল: দক্ষিণ কলকাতার কসবার ল' কলেজের ছাত্রীধর্ষণ কাণ্ডে (Kasba Law College case) অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। আর তারই মধ্যে ফের ছাত্রী হেনস্থার অভিযোগ উঠে এল। এই অভিযোগে উত্তপ্ত বারাসাত (Barasat)। ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন: Kasba Manojit Mishra's Girl Friend: কসবাকাণ্ডে ফের বাঁক? ঘনিষ্ঠ বান্ধবীযোগ, সঙ্গে 'রহস্যময়ী'র বিস্ফোরক অভিযোগ মনোজিতের বিরুদ্ধে...

আরও পড়ুন: Kasba Law College Incident: কসবা ল' কলেজকাণ্ডে এবার উঠে এল বিস্ফোরক অভিযোগ! 'সার্ভিস ডক্টরস ফোরাম' পরিষ্কার বলে দিল...

বারাসাত ১২ নম্বর রেলগেটে

অভিযোগ, আজ, রবিবার দুপুরে বারাসাত ১২ নম্বর রেলগেটের কাছে এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে এক যুবক। স্থানীয়দের অভিযোগ তেমনই। পুলিসসূত্রে খবর, ওই ছাত্রী টিউশন পড়ে ফিরছিল। সেই সময় অভিযুক্ত যুবক তার পথ আটকে দাঁড়ায় এবং ছাত্রীটির গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করে। ঘটনার অভিঘাতে ভয়ে কেঁদে ওঠে ছাত্রীটি। 

ছাত্রীর কান্না এবং

এদিকে ছাত্রীর কান্নার আওয়াজে আশপাশের দোকানদাররা ছুটে আসেন এবং কিছু একটা গোলমাল ঘটেছে আঁচ করে ওই যুবককে ধরে ফেলেন। স্থানীয়রা জানিয়েছেন, যুবকটি তখন পালাতে চাইলেও তাকে ঘিরে ধরে গণধোলাই দেওয়া হয়। এরপর খবর দেওয়া হয় বারাসাত থানায়। 

নিরাপত্তা কোথায়

পুলিস এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কসবার ল' কলেজের ছাত্রীধর্ষণ কাণ্ডের ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই বারাসাতের মতো জনবহুল এলাকায় দিনের আলোয় ছাত্রী হেনস্থার এই ঘটনা আরও একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More