অরূপ লাহা: বয়স সন্ধিক্ষণে মনে ছেলে মেয়েদের অদ্ভুত কৌতূহল! আর কৌতূহলের পরিপেক্ষিতে মর্মান্তিক পরিণতি হল। বিষ খেতে কেমন হয়? জানার তাগিদে লুকিয়ে লুকিয়ে প্রতিদিনই ঘরে রাখা কীটনাশক অল্প অল্প করে পান করত নবমশ্রেণীতে পাঠরত নাবালক।
অল্প পান করে তার কোন শারীরিক অসুস্থতা বা সমস্যা হয়নি। বিষের স্বাদ পেলেও তার প্রতিক্রিয়া শরীরে না হওয়ায় কৌতূহল আরও বাড়তে থাকে। গত শুক্রবার সেই বিষ একটু বেশী পরিমাণে পান করতেই মর্মান্তিক পরিণতি হল নাবালকের। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে মারা যায় সে।
মৃতের নাম নিতাই বাগদি-(১৫)।বাড়ি মুর্শিদাবাদের বড়েঞা থানার সুন্দরপুর গ্রামে। মৃত নাবালকের কাকা গৌরাঙ্গ বাগদী জানান, বিষ সম্পর্কে নানা রকম কৌতুহল থেকে পরিবারের অজ্ঞাতে লুকিয়ে লুকিয়ে প্রায় প্রতিদিনই অল্প অল্প করে বিষ পান করতে শুরু করে নিতাই বাগদী। কিছু হচ্ছে না দেখে গত শুক্রবার সেই বিষই নিতাই বাগদী বেশী পরিমাণে পান করে নেয়।এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে প্রথমে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন- Weather Update: মঙ্গলের মতোই বুধের রাতেও দুর্যোগ! আর কিছুক্ষণেই ৭ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি...
সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। এই বিষয়ে মনোবিদ ডাঃ শান্তরূপ দে বলেন, বয়স সন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন বিষয়ে কৌতুহল হয়।হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে পরিবারের উদাসীনতা পুরোপুরি দায়ী। যখন পরিবারের লোকজন বিষয়টি জানতে বা বুঝতে পারে। তখন তাদের সচেতন হওয়া জরুরি ছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)