Home> রাজ্য
Advertisement

Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি! আঙুল কে*টে পড়ে গেল যুবকের! ভয়ংকর ঘটনা...

Kalna incident: "আমি ফোনে ভিডিয়ো দেখছিলাম। হঠাৎ করে ২ জন সিভিক ভলান্টিয়ার এসে ফোন কেড়ে টানতে টানতে নিয়ে যান। তারপরই..." "

Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি! আঙুল কে*টে পড়ে গেল যুবকের! ভয়ংকর ঘটনা...

সঞ্জয় রাজবংশী: ফের সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) দাদাগিরি! আঙুল কেটে পড়ে গেল যুবকের! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কালনার (Kalna) সমুদ্রগড় স্টেশনে।

জানা গিয়েছে, কালনার সমুদ্রগড় স্টেশনে বসে ফোন দেখার সময় কর্তব্যরত জিআরপির সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে বচসা হয় ওই যুবকের। অভিযোগ, যুবকের ফোন কেড়ে নিয়ে যুবকের হাতে মারে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। যার জেরেই বাদ হয়ে যায় যুবকের আঙুলের উপরের অংশ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সমুদ্রগড় স্টেশনে। আহত যুবকের নাম আবদুল রহমান শেখ। বয়স ২৪ বছর। বাড়ি সমুদ্রগড়ের ডাঙাপাড়া এলাকায়। 

এই ঘটনার পর প্ল্যাটফর্ম জুড়ে উত্তেজনা নিয়ন্ত্রণে নামে কালনা GRP-র বিশাল পুলিসবাহিনী। ঘটনাস্থলে পৌঁছন নাদনঘাট থানার পুলিসকর্মীরাও। নাদনঘাট থানার আইসির গাড়িতে করে তারপর আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে। আহত যুবকের দাবি, বসে ফোনে ভিডিয়ো দেখছিলাম। হঠাৎ করে দুজন সিভিক ভলান্টিয়ার এসে ফোনটি হাত থেকে কেড়ে নেন। তারপর টানতে টানতে নিয়ে যান একটি জায়গায়। 

তিনি বলেন, সেইসময় একটি কলাপসিবল গেটে হাত দিয়েছিলাম। তখনই ভারী কিছু একটা দিয়ে আঘাত করা হয় হাতের আঙুলের উপর। যার জেরে আঙুলের উপরের অংশটি কেটে পড়ে যায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও পুলিসের তরফ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে ঘটনাটি ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন, West Bengal Assembly Election 2026: পাখির চোখ ছাব্বিশ, একুশে জুলাইয়ের আগেই 'বড়' ভাঙন! একদিকে জমি হারাল... আরেকদিকে শক্তিবৃদ্ধি...

আরও পড়ুন, Dharmasthala mass-burial case: নেই অন্তর্বাসটুকুও, যৌ*ন নির্যাতন করে নৃশংস খু*ন! মন্দির চত্বরেই ১০০ গণক*বর! নারীদেহের কং*কাল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More