Home> রাজ্য
Advertisement

Barrackpore: পুলিসের এসআইয়ের বাড়ির সামনে ময়লা ফেলে সবক শেখালেন কাউন্সিলর! কেন জানেন?...

Barrackpore: পুলিস অফিসারের স্ত্রী টিটাগড় থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিস  

Barrackpore: পুলিসের এসআইয়ের বাড়ির সামনে ময়লা ফেলে সবক শেখালেন কাউন্সিলর! কেন জানেন?...

বরুণ সেনগুপ্ত: একদিকে ব্যারাকপুর পুলিস কমিশনারেটের কর্মরত সাব ইন্সপেক্টর আর অন্যদিকে ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে রেশারেশি। এনিয়ে অতীতে প্রবল গোলমালও হয়েছে। এবার অন্য মাত্রা পেল সেই সংঘাত। পুলিস ইন্সপেক্টরের বাড়ির সামনে ময়লা ফেলে রাখার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই ময়লা ফেলার কথা স্বীকারও করে নিয়েছেন কাউন্সিলর রমেশ সাউ।

আরও পড়ুন-মালাইচাকির অপারেশন করাতে এসে মর্মান্তিক পরিণতি সত্তরের বৃদ্ধার...

ঝামেলার সূত্রপাত এসআই ওঙ্কারনাথের গাড়ি রাখাকে কেন্দ্র করে। পুলিসের এসআইকে গাড়ি সরানোর কথা বলেছিলেন কাউন্সিলর রমেশ সাউ। কিন্তু না শোনায় ওঙ্কারনাথের বাড়ির সামনে ময়লা ফেলে দেওয়া হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই চাপে পড়ে ওই ময়লা তুলে নিলেন কাউন্সিলর। তবে গাড়ি না সরকারে আবারও এরকম হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন কাউন্সিলর।

কাউন্সিলর রমেশ সাউ বলেন, কিছুদিন আগে ওর বউ মিউনিসিপ্যালিটির কাজে বাধা দিয়েছিল। পাড়াল লোক দেখেছিল। এরপর পার্থ ভৌমিকের ভোটের সময় আমাদের ব্যানার লাগাতে বাধা দিয়েছিল। এখন যেটা হয়েছে তা গাড়ি রাখা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে বলে আসছি ওকে রাস্তা থেকে গাড়ি সরাতে। কিন্তু ওরা শুনছে না। পাশেই পনের ফুটের রাস্তা আছে। ওখানে গাড়ি রাখতে বলেছি। নততে পাশেই আমাদের মিউনিনিশপ্যালিটির জমি রয়েছে। সেখানেই গাড়ি রাখতে বলেছি। ও গেটের সামনেই গাড়ি রাখছে। ওকে রাস্তা ছেড়ে রাখতে বললেও রাখেনি। ওকে বারবার বলেও কোনও কাজ হয়নি। এখন ওকে মিউনিশিপ্যালিটির চিঠি করাব, ওর ডিপার্টমেন্টকে বলব। পাশাপাশি ও আমাকে ব্যক্তিগতভাবে গালিগালাজ করে।  

পুলিস অফিসারের স্ত্রী টিটাগড় থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিস। প্রশ্ন উঠেছে টিটাগড় থানার ভুমিকা নিয়েও। শাসক দলের কাউন্সিলর বলেই কি সাহস পাচ্ছে না টিটাগড় থানার পুলিস?  প্রশ্ন আইনজীবী কৌস্তভ বাগচির।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More