Home> রাজ্য
Advertisement

Minor Rape: বাবা-মাকে খুনের ভয় দেখিয়ে নাবালিকাকে বারবার 'ধর্ষণ', অভিযুক্তের 'চরম' শাস্তি

খুনের হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ। অভিযুক্তকে ১০ বছরের সাজা শোনালেন বসিরহাটের এডিজে আদালত। বাদুড়িয়ার বাসিন্দা রতন হালদারকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেন বিচারক প্রিয়ব্রত দত্ত।

Minor Rape: বাবা-মাকে খুনের ভয় দেখিয়ে নাবালিকাকে বারবার 'ধর্ষণ', অভিযুক্তের 'চরম' শাস্তি

নিজস্ব প্রতিবেদন: খুনের হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ। অভিযুক্তকে ১০ বছরের সাজা শোনালেন বসিরহাটের এডিজে আদালত। বাদুড়িয়ার বাসিন্দা রতন হালদারকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেন বিচারক প্রিয়ব্রত দত্ত।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে তারই নিকট আত্মীয় বছর পঞ্চাশের রতন। ঘটনার কথা কাউকে জানালে, নাবালিকার বাবা ও মাকে খুন করারও হুমকি দেয় সে। ফলে ওই নাবালিকা ভয় পেয়ে যায়। সেই সুযোগে দিনের পর দিন তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি। শেষ নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, সব জানাজানি হয়ে যায়।

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিস রতন হালদারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে। এই মামলার সরকারি আইনজীবী ভাস্কর সরকার জানান, শুক্রবার বিচারক রায় দান করেছেন। রতন হালদারকে ১০ বছর কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা, অনাদয়ে আরও ৩ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More