Home> রাজ্য
Advertisement

Arrest: বার বার ফাঁকি, শেষে সাফল্য! ওঁৎ পেতে বসে থেকে বাগে এল বসিরহাটের ত্রাস

উদ্ধার হয়েছে একটি গুলি ভর্তি রিভলবার ও একটি মোটরবাইক 

Arrest: বার বার ফাঁকি, শেষে সাফল্য! ওঁৎ পেতে বসে থেকে বাগে এল বসিরহাটের ত্রাস

নিজস্ব প্রতিবেদন : গ্রেফতার বসিরহাটের ত্রাস। দীর্ঘদিন ধরে অধরা বসিরহাট এলাকায় দাপিয়ে বেড়ানো কুখ্যাত দুষ্কৃতী সিরাজুল মণ্ডলকে অবশেষে  আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল বসিরহাট থানার পুলিস।

হাসনাবাদের চালতা বেড়িয়ায় বাড়ি কুখ্যাত দুষ্কৃতী সিরাজুল মন্ডলের। কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছিল না তার। পুলিস বার বার ফাঁদ তৈরি করলেও, পুলিসের জাল কেটে বেরিয়ে যাচ্ছিল সে। বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় ছিল সিরাজুলের কারবার। গোটা এলাকা সিরাজুলের নামে ভয়ে কাঁপত।

এলাকা দাপিয়ে বেড়ানো সিরাজুল মন্ডলকে শেষমেশ বসিরহাটের বাগআটি এলাকা থেকে গ্রেফতার করে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, সিরাজুলের আসার খবর পেয়েই মধ্যরাতে বাগআটি এলাকায় ওঁৎ পেতে বসে থাকে বসিরহাট থানার পুলিস। এরপর সিরাজুল মোটরবাইকে করে এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই পুলিস তাকে ঘিরে ধরে। 

হাতেনাতে সিরাজুলকে ধরে ফেলে বসিরহাট থানার পুলিস। ধৃত দুষ্কৃতী সিরাজুল মন্ডলের কাছ থেকে একটি গুলি ভর্তি রিভলবার ও একটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিস। আজ এই কুখ্যাও দুষ্কৃতী সিরাজুলকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন, 

Birbhum Accident: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে অনুব্রতর দেহরক্ষী, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত্যু একরত্তি মেয়ের

Sabang: ভেঙে পড়েছে ক্লাসরুম, কাঠফাটা রোদে গাছের নিচে পড়ুয়ারা

Maoist Insurgency: ফের বাড়ছে মাওবাদীরা! দাওয়াই খুঁজতে নবান্নে জরুরি বৈঠকে ৪ রাজ্য

 

Read More