প্রসেনজিত্ মালাকার: বর্তমানে ছোট থেকে বড় সকলেরই মোবাইলের প্রতি আসক্তি(Mobile Addiction)। এই আসক্তি বিশেষ করে টিনেজারদের মধ্যে বেশি দেখা যায়। এবার এই আসক্তির জেরেই ঘটল মর্মান্তিক ঘটনা।
সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা(HS Exam)। অথচ মোবাইলে আসক্তি বেড়েই চলেছে। তাই মোবাইল ছেড়ে পড়তে বসে বলে একটু বকা দিয়েছিল মা। আর সেই বকুনিতেই ঘর ছেড়ে বেরিয়ে নিখোঁজ বিশ্বভারতীর(Visva Bharati) শিক্ষাসত্রের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। একদিন পেরিয়ে গেলেও সেই ছাত্র উদ্ধার না হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পাড়ুই থানার বাতিকার পঞ্চায়েতের খুস্টিগিরি এলাকায়। ১৭ বছরের ওই কিশোরের হারিয়ে যাওয়ার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন তাঁর পরিবার। ইতিমধ্যেই পাড়ুই থানায় মিসিং ডায়েরি করেছে তার পরিবার। ঘটনার কথা জানতে পেরে শিক্ষাসত্র স্কুল কর্তৃপক্ষও উদ্বেগ প্রকাশ করেছে।
আরও পড়ুন:Terrific Bus Accident: ভয়ংকর! নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়ল খাদে, মৃত কমপক্ষে ২১...
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হওয়ার সত্ত্বেও ওই ছাত্রের মোবাইলের আসক্তি ক্রমেই বাড়ছিল। শুক্রবার সকালে তার মা তাকে মোবাইল ছেড়ে পড়াশোনায় মন দিতে বলেন। তার প্রেক্ষিতে কিঞ্চিৎ বকাবকিও করেন। মায়ের সেই বকুনিতে অভিমান করে সে ঘর ছাড়ে। তারপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দাদা বলেন, ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা প্রিন্টের শার্ট, কটন প্যান্ট ও পিঠে ছাই রঙের ব্যাগ। বেরোবার আগে নিজের যাবতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ভাই না ফেরায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।
ইতিমধ্যেই পাড়ুই থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে। ঘটনার কথা জানতে পেরে শিক্ষাসত্র স্কুল কর্তৃপক্ষও গভীর উদ্বেগ প্রকাশ করে ওই ছাত্রের সন্ধান পেতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে। তার সম্ভাব্য সমস্ত আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হলেও শনিবার দুপুর পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। ওই ছাত্রের খোঁজ শুরু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)