Home> রাজ্য
Advertisement

জলবন্দি মালদায় মমতা, উদ্বেগ বাড়াচ্ছে বেহুলা ব্রিজ

জলবন্দি মালদায় মমতা, উদ্বেগ বাড়াচ্ছে বেহুলা ব্রিজ

ওয়েব ডেস্ক: জলবন্দি মালদায় উদ্বেগ বাড়াল বেহুলা ব্রিজ।  প্রবল জলস্রোতে ফাটল ধরা পড়ল  ব্রিজে। নামেই নদী, বছরের বাকি সময়ে বেহুলা নদীখাতে জল থাকে না ছিটেফোটা। এই শুখা নদীই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।  নদী দিয়ে হু হু করে বইছে জলস্রোত। ৩৪ নম্বর জাতীয় সড়কে নলডুবির এই ব্রিজে দুর্বল হয়ে পড়েছে পিলার। কোনও কারণে ব্রিজের ক্ষতি হলে দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে উত্তরবঙ্গের। তাই ব্রিজে সতর্ক নজর রাখছে প্রশাসন। নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। এদিকে গতকাল রাতেই বন্যাপরিস্থিতি খতিয়ে দেখতে সড়ক পথে মুর্শিদাবাদ হয়ে মালদা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Read More