Home> রাজ্য
Advertisement

জলের দরে ফ্ল্যাট দেবে সরকার!

১০ লাখেরও কমে মিলবে দুই রুম ফ্ল্যাট।

জলের দরে ফ্ল্যাট দেবে সরকার!

নিজস্ব প্রতিবেদন : রাজ্যবাসীর জন্য সুখবর। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য এবার ফ্ল্যাট বানাবে সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'নিজশ্রী'।

মাথা গোঁজার জন্য নিজের একটা ছাদ। বড় প্রিয়। পরম নিশ্চিন্তির। 'নিজশ্রী' প্রকল্পে সরকারের নিজস্ব জমিতেই তৈরি করা হবে এই ফ্ল্যাট। জমির জন্য আলাদা করে কোনও মূল্য দিতে হবে না। শুধুমাত্র ফ্ল্যাটের দামটুকু লাগবে। তাও নিতান্তই কম।

আরও পড়ুন, কড়া দাওয়াই! লেট করলেই টাকা হাতছাড়া হবে বিধায়কদের

এক রুমের ফ্ল্যাটের দাম পড়বে ৭ লাখ ২৮ হাজার টাকা। আর দুই রুমের ফ্ল্যাটের দাম পড়বে ৯ লাখ ২৬ হাজার টাকা। স্বল্পমূল্যের এই ফ্ল্যাটে রাজ্যের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা প্রশাসনের।

Read More