Home> রাজ্য
Advertisement

Nurse Death: 'টোপ' দিয়েই খু*ন? নার্স খু*নে চাঞ্চল্যকর তথ্য! ময়নাতদন্তের রিপোর্টে লেখা...

Maheshtala Nurse Murder: নার্স শিল্পী বিবির কাছে প্রথমে একটি ফোন আসে। ফোন পেয়ে বাড়ি থেকে বের হন রাত ২টো নাগাদ। এরপর রাত  আড়াইটে নাগাদ শিল্পী বিবির স্বামীর কাছে পালটা ফোন। তাঁর মৃতদেহ উদ্ধার। 

Nurse Death: 'টোপ' দিয়েই খু*ন? নার্স খু*নে চাঞ্চল্যকর তথ্য! ময়নাতদন্তের রিপোর্টে লেখা...

পিয়ালি মিত্র: মহেশতলা নার্স খুনে (Maheshtala Nurse Death) চাঞ্চল্যকর তথ্য। পরিকল্পনা করেই টোপ দিয়ে বাড়ির বাইরে বের করে আনা হয় শিল্পী বিবিকে! তদন্তে নেমে এমনটাই মনে করছে পুলিস। জোরালো হচ্ছে পরিকল্পনা করে খুনের তত্ত্ব। আততায়ীর সন্ধান পেতে সিডিআর খতিয়ে দেখছে পুলিস। মহিলার স্বামী সহ এলাকার এক বাসিন্দাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিস। খুনের পর ২৪ ঘণ্টারও বেশি পেরিয়ে গেলেও এখনও অধরা মহেশতলা নার্স খুনের  (Nurse Murder) আততায়ী। 

ওদিকে সামনে এসেছে নার্স খুনের (Nurse Killing) ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। সেখানে স্পষ্ট উল্লেখ, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই নার্সকে। গলা ওড়না দিয়ে পেঁচানো অবস্থাতেই গতকাল বাড়ির কাছেই উদ্ধার হয় নিহত নার্স শিল্পী বিবির দেহ। ময়নাতদন্তের রিপোর্টেও শ্বাসরোধ করে খুনের কথাই উল্লেখ। বাড়ির ২০০ মিটারের মধ্যে কীভাবে খুন হলেন ওই নার্স? প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও।  

জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বাইরে ঝামলা চলছে, এই খবর পেয়ে স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন নিহত শিল্পী বিবি। আর তা থেকেই জোরালো হচ্ছে সন্দেহ,তাহলে কি কেউ পরিকল্পনা করেই টোপ দিয়ে ওই নার্সকে বাড়ির বাইরে বের করে আনেন? জানা গিয়েছে, শনিবার মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্বামী শেখ নাসির আলি। রাত হয়ে যাওয়ার পরেও স্বামী বাড়ি ফিরে না আসায়, চিন্তিত হয়ে পড়েন শিল্পী বিবি। 

এরপর ওই নার্সের কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় তাঁর স্বামীকে ধরে কেউ বা কারা মারধর করছেন। এরপরও ওই মহিলা বাড়ি থেকে বের হন রাত ২টো নাগাদ। এরপর রাত আড়াইটে নাগাদ শিল্পী বিবির স্বামীর কাছে পালটা ফোন যায় যে, গলির মধ্যে একটি বাড়ির পিছনে তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। এরপরই উদ্ধার হয় শিল্পী বিবির নিথর দেহ। 

কিন্তু কে বা কারা পেশায় নার্স ৩৪ বছরের শিল্পী বিবিকে খুন করল? কেন খুন করল? এই নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। ধন্দে পুলিসও। মৃতার স্বামীর অভিযোগ, কেউ তাঁর স্ত্রীকে মেরে ফেলেছে এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। এখন স্বামীও সন্দেহের ঊর্ধ্বে নন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। পাশাপাশি, যাঁর বাড়ির সামনে দেহটি উদ্ধার হয়, তাঁকেও জেরা করছে পুলিস।

আরও পড়ুন, TMC vs BJP: ছাব্বিশের আগেই 'বড় মাপের' ভাঙন শাসকদলে! গুরুত্বপূর্ণ এই জেলায় 'শক্তিক্ষয়' তৃণমূলের, 'জোর বাড়ল' বিজেপির...

আরও পড়ুন, Wife Killed Husband: 'আত্মরক্ষার্থে' ঘুমন্ত মদ্যপ স্বামীকে 'রাগি মুদ্দে'র লাঠি দিয়ে পি*টি*য়ে মা*রলেন স্ত্রী!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More