Home> রাজ্য
Advertisement

Nurse Death: নার্স খু*নে নাটকীয় মোড়! পুলিসের হাতে গ্রেফতার... কী কারণে কেন হ*ত্যা? আরও গাঢ় রহস্য...

Maheshtala nurse murder husband arrested:  নার্স শিল্পী বিবি একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রাত ২টো নাগাদ। এরপর রাত  আড়াইটে নাগাদ বাড়ির কাছেই তাঁর দেহ উদ্ধার হয়। নার্স খুনে ঘনীভূত রহস্য।

Nurse Death: নার্স খু*নে নাটকীয় মোড়! পুলিসের হাতে গ্রেফতার... কী কারণে কেন হ*ত্যা? আরও গাঢ় রহস্য...

পিয়ালি মিত্র: মহেশতলা নার্স খুনে (Maheshtala Nurse Murder)-র ঘটনায় নাটকীয় মোড়! নার্স শিল্পী বিবিকে খুনের ঘটনায় তাঁর স্বামী শেখ নাসির আলিকে গ্রেফতার করল পুলিস। পুলিসের দাবি, শিল্পী বিবির স্বামীর বক্তব্য অসঙ্গতি রয়েছে। পাশাপাশি, পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতেও নার্স শিল্পী বিবির স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিসের। পুলিসের বক্তব্য, নার্স শিল্পী বিবির স্বামীকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত শনিবার মহরমের দিন রাতে বাড়ির ২০০ মিটারের মধ্যে উদ্ধার হয় গলায় ওড়না পেঁচানো অবস্থায় নার্স শিল্পী বিবির নিথর দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই নার্সকে। তদন্তে নেমে পুলিস মনে করছে, পরিকল্পনা করে টোপ দিয়েই গভীর রাতে বাড়ির বাইরে বের করে আনা হয় শিল্পী বিবিকে! জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বাইরে ঝামলা চলছে, এই খবর পেয়েই স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন নিহত শিল্পী বিবি। আর তা থেকেই জোরালো হচ্ছে সন্দেহ। 

গত শনিবার মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্বামী শেখ নাসির আলি। কিন্ত রাত গভীর হয়ে যাওয়ার পরেও স্বামী বাড়ি ফিরে না আসায়, চিন্তিত হয়ে পড়েন শিল্পী বিবি। সেইসময়ই ওই নার্সের কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় তাঁর স্বামীকে ধরে কেউ বা কারা মারধর করছেন। এই ফোন পেয়েই নার্স শিল্পী বিবি বাড়ি থেকে বেরিয়ে যান রাত ২টো নাগাদ। স্বামী শেখ নাসির আলির দাবি, এরপর রাত আড়াইটে তাঁর কাছে একটি পালটা ফোন আসে। যেখানে বলা হয়, গলির মধ্যে একটি বাড়ির পিছনে তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। এরপরই উদ্ধার হয় শিল্পী বিবির নিথর দেহ।

সবমিলিয়ে মহেশতলার নার্স খুনের ঘটনায় আরও গাঢ় হল রহস্য। আততায়ী কি স্বামী-ই নাকি অন্য কেউ? এখনও ধোঁয়াশা। ধন্দে পুলিসও। খুনের পর ৪ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা খুনের মোটিভ। কী কারণে কেন খুন ওই নার্স?

আরও পড়ুন, Minimum Balance Banking Rule: ৫ বড় ব্যাংকে আর লাগবে না মিনিমাম ব্যালেন্স! গ্রাহকদের জন্য বড় সুখবর...

আরও পড়ুন, Kerala Bunty aur Babli couple: বাস্তবের বান্টি-বাবলি! কোটি কোটি টাকা লুটে চম্পট দম্পতি... বিরাট অংকের চিটফান্ড দুর্নীতির পর্দাফাঁস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More