Home> রাজ্য
Advertisement

Jagannath Rath Yatra 2025: সাজলেন বাংলার ঐতিহ্য তাঁত-গামছায়! সুতো-সুতলি-পিচবোর্ডে জগন্নাথ গড়লেন শিক্ষক-শিল্পী...

Bardhaman teacher made eco-friendly Jagannath for Rath Yatra 2025: বাংলার হস্তশিল্পকে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সচেতনার বার্তা। প্রায় এক মাস ধরে এই মূর্তি তৈরি করেছেন তিনি। 

Jagannath Rath Yatra 2025: সাজলেন বাংলার ঐতিহ্য তাঁত-গামছায়! সুতো-সুতলি-পিচবোর্ডে জগন্নাথ গড়লেন শিক্ষক-শিল্পী...

অরূপ লাহা: বাংলার গামছা ও তাঁতের কাপড় দিয়ে তৈরি হল জগন্নাথ মূর্তি (Jagannath Idol)। পরিবেশ রক্ষা ও হস্তশিল্প প্রসারে বিশেষ বার্তা বাংলার এক শিক্ষকের। বাংলার দীঘায় তৈরী হয়েছে জগন্নাথ ধাম (Digha Jagannath Temple)। আর এবার তাঁতের শাড়ি ও গামছাকে ব্যবহার করেই প্রভু জগন্নাথের মূর্তি (Eco-friendly Jagannath) গড়ে তুললেন  শিক্ষক তপন দাস (Bengal Teacher)। একইসঙ্গে বলরাম ও সুভদ্রারও মূর্তিও গড়েছেন তিনি।

প্রথম রথযাত্রা উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দির (Digha Jagannth Dham) নিয়ে এখন হই হই ব্যাপার। প্রভু জগন্নাথের আরাধনায় মগ্ন সবাই। তাই রথের আগেই প্রভু জগন্নাথের অভিনব মূর্তি গড়ার পরিকল্পনা করেন তপন দাস। জগন্নাথের মূর্তির মাধ্যমেই বাংলার হস্তশিল্পকে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সচেতনার বার্তাও পৌঁছে দেন তিনি। আর সেই কারণেই মূর্তি গড়তে বাংলার তাঁতের কাপড় (Tant Shari) ও গামছাকে (Gamchha) ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী তপন দাস। চিনে নিন শিক্ষক-শিল্পীকে...

fallbacks

প্রায় এক মাস ধরে এই মূর্তি নির্মাণে সিংহভাগজুড়ে বিভিন্ন রঙের গামছার ব্যবহারের পাশাপাশি তাঁতের কাপড়, সুতো, সুতলির দড়ি ও পিচবোর্ড ব্যবহার করা হয়েছে। পূর্ব বর্ধমানের ভাতারের রায়রামচন্দ্রপুর নীরদবরণ বিদ্যাপীঠের শিক্ষক তপন দাস। এর আগেও তিনি ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে কখনও কলার পাতা, কখনও চটের বস্তা, আবার ওষুধের প্যাকেট দিয়ে সরস্বতী তৈরি করেছেন। কখনও ভুট্টার দুর্গা প্রতিমাও বানিয়েছেন।

আবার কখনও ফেলে দেওয়া বস্তু দিয়ে ডিজনিল্যান্ড, কার্জনগেট এমনকি কেদারনাথ ও দক্ষিণেশ্বর মন্দিরও তৈরি করেছেন তপন দাস। তাঁর শিল্পকলার সম্মান হিসাবে ইতিমধ্যেই তিনি বহু সম্মান যেমন পেয়েছেন। তেমনই তাঁর নাম নথিভুক্ত হয়েছে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসেও আগামীদিনেও একাধিক বিষয় নিয়ে তাঁর কাজ করার ইচ্ছা আছে বলে জানিয়েছেন শিক্ষক-শিল্পী তপন দাস।

আরও পড়ুন, Danton Jagannath Temple: শুধু পুরী বা মাহেশ নয়, দাঁতনেও রয়েছে অতি প্রাচীন এক জগন্নাথ মন্দির! নেপথ্যে মিথ, ইতিহাস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More