Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টিও! জেলায়-জেলায় এ অকালবর্ষা ক'দিন চলবে?

Bengal weather Update: একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ও ছত্তীশগঢের উপর দিয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। কবে কাটবে দুর্যোগ?

Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টিও! জেলায়-জেলায় এ অকালবর্ষা ক'দিন চলবে?

সন্দীপ প্রামাণিক: এসে গেল বৃহস্পতিবারের বিকেলের আবহাওয়ার আপডেট। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা আছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ও ছত্তীশগঢের উপর দিয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। 

দক্ষিণবঙ্গে
 
বৃহস্পতিবার শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া জেলায়। কলকাতা-সহ বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।

আরও পড়ুন: Chennai to Kolkata in E-Flying Boat: পোহাতে হবে না ট্রেন-প্লেনের ঝক্কি, হাওয়ানৌকায় উড়বেন সমুদ্রে! মাত্র ৩ ঘণ্টায় প্রায় ২০০০ কিমি রাস্তা...

শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব-পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর ২৪ পরগনা হুগলি ও নদিয়া জেলায়। 
বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।

রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে

দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।

আরও পড়ুন: Asteroid 2024 YR4: আতঙ্ক-জাগানো 2024 YR4 অ্যাস্টেরয়েড আছড়ে পড়তে চলেছে কল্লোলিনী তিলোত্তমার বুকেই? বিজ্ঞানীরা জানিয়ে দিলেন তারিখ...

রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। আগামীকাল থেকে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবার মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা।

শনিবার এবং রবিবার-- এই দুদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More