অয়ন ঘোষাল: একটি নিম্নচাপ দুর্বল হতে না হতেই আরও একটি নিম্নচাপের (Low Pressure) আশঙ্কা। উত্তর বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ উপকূলে কাল রবিবার ঘূর্ণাবর্ত (Cyclonic Formulation)। শক্তি বাড়িয়ে যেটি সোমবার দুপুরে নিম্নচাপে পরিণত হওয়ার অত্যন্ত প্রবল সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Forecast) দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হুগলিতে অতি ভারী বৃষ্টি প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রায় ৭০ থেকে ১১০ মিলিমিটার (Bengal Weather Update)।
আজ সন্ধ্যার পর ভারী বৃষ্টি
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যের সর্বত্র বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় আজ সন্ধ্যার পর থেকে কাল পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। রাজ্যের বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস সব জেলাতে। বৃষ্টির আগে পড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই।
রবিবার ৬ জেলায় ভারী বৃষ্টি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। আজ দুপুরের পর আগামী এটি ঝাড়খন্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে। ফলে কাল পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে। আজ শনিবার বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল রবিবার ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সোমবার ৫ জেলায় ভারী বৃষ্টি
পরশু সোমবার ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা ২ থেকে ৩ জেলায়। পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে।
উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি
উত্তরবঙ্গে আজ শনিবার ও কাল রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওপরের ৫ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলার বেশির ভাগ এলাকায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় গত ২৪ ঘণ্টায় প্রায় ১৬ মিলিমিটার বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি নেমে ২৯.৩ ডিগ্রি ছিল। কাল রাতের তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯২ থেকে ১০০ শতাংশ। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েকদফা বৃষ্টি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)